BJP Candidate List : ঝাড়গ্রাম ও বীরভূমের প্রার্থী ঘোষণা বিজেপির, এখনও অঘোষিত ডায়মন্ড হারবার
এই সময় | ৩১ মার্চ ২০২৪
রাজ্যের আরও দুটি আসনে প্রার্থী ঘোষণা করল বিজেপি। রাজ্যের ৪২টি আসনের মধ্যে চারটি আসনে প্রার্থী ঘোষণা করা বাকি ছিল। এর মধ্যে ঝাড়গ্রাম এবং বীরভূম কেন্দ্রের প্রার্থী ঘোষণা করা হল।আসন্ন লোকসভা নির্বাচনের জন্য ঝাড়গ্রাম আসনে প্রার্থী করা হয়েছে প্রণত টুডুকে। পাশাপাশি, বীরভূমে শতাব্দী রায়ের বিরুদ্ধে প্রার্থী করা হল সদ্য প্রাক্তন পুলিশকর্তা দেবাশিস ধরকে। যদিও, আসানসোল এবং ডায়মন্ড হারবার কেন্দ্রের প্রার্থী ঘোষণা এখনও বাকি রয়েছে।
এখনও পর্যন্ত আসানসোল এবং ডায়মন্ড হারবার কেন্দ্রের প্রার্থী ঘোষণা করা হল না বিজেপির তরফে। যদিও, প্রথম বারেই আসানসোল কেন্দ্রের প্রার্থী ঘোষণা হয়ে গিয়েছিল। গায়ক পবন সিংকে এই কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছিল। তবে তিনি পরে প্রার্থী হওয়া থেকে নিজের নাম তুলে নেন। সেই কারণে, এই কেন্দ্রের প্রার্থী তালিকা ঘোষণা করা এখনও বাকি।
বীরভূম কেন্দ্র থেকে প্রাক্তন আইপিএস দেবাশিস ধরের নাম ঘোষণা হওয়াটা সময়ের অপেক্ষা ছিল মাত্র। কিছুদিন আগেই নিজের কর্মপদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি। এরপরই রাজনৈতিক মহলে গুঞ্জন ছড়িয়ে বিজেপির টিকিটে তাঁর প্রার্থী হওয়ার ব্যাপারে। সেই জল্পনা সত্যি হল। বীরভূমে অনুব্রত গড়ে এবার প্রাক্তন আইপিএসকে প্রার্থী হিসেবে ঘোষণা করল বিজেপি।
অন্যদিকে, ঝাড়গ্রামের বিদায়ী বিজেপি সাংসদ কুনার হেমব্রম কিছুদিন আগেই সাংসদ পদ থেকে অব্যাহতি নেন। তারপর কাকে প্রার্থী করা হবে, সেই নিয়ে আলোচনা শুরু হয় জেলা স্তরে। এরপর বিজেপির প্রার্থী হিসেবে প্রণত টুডু নাম উঠে এসেছিল। তিনি সরকারি হাসপাতালের চিকিৎসক। তিনিও পদত্যাগ করেছেন।
রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আগেই জানিয়েছিলেন, ঝাড়গ্রাম এবং বীরভূম কেন্দ্রে দুই প্রার্থীর নাম আগে থেকেই ঠিক হয়ে আছে। তবে তাঁরা যেহেতু সরকারি কাজের সঙ্গে যুক্ত, তাই পদত্যাগ করার পরেও নথি সংক্রান্ত কিছু বিষয় আটকে ছিল। সেইগুলি সুরাহা হয়ে গেলেই তাঁদের নাম ঘোষণা করে দেওয়া হবে। সেইমতো শনিবার রাতে এই দুই প্রার্থীর নাম ঘোষণা করা হল।
অন্যদিকে, রাজ্যের আরও একটি গুরুত্বপূর্ণ আসন ডায়মন্ড হারবার কেন্দ্রের প্রার্থী ঘোষণা করা হল না। এদিনই রাজ্যের চার লোকসভা কেন্দ্রে প্রার্থী ঘোষণা না করার কারণে বিজেপিকে কটাক্ষ করেন তৃণমূল কংগ্রেস সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই চার কেন্দ্রে চার কেন্দ্রীয় একেন্সি ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্সমে প্রার্থী হিসেবে দাঁড় করিয়ে দেওয়া হোক বলে কটাক্ষ ছুঁড়ে দেন অভিষেক।