• জাপানি ওষুধ খেয়ে বিপত্তি! মৃত ৫, হাসপাতালে শতাধিক
    এই সময় | ৩১ মার্চ ২০২৪
  • দেহে কোলেস্টেরল বেড়ে যাওয়ায় অনেকেই ভয় পেয়ে যান। না জেনেই বাজার থেকে কোলেস্টেরল কমানোর ওষুধ মুখে পড়েন। কখনও কখনও তো চিকিৎসকদের পরামর্শ নেন না সেই ওষুধ খাওয়ার আগে। ইচ্ছা মতোই নিজের উপর চলে 'এক্সপেরিমেন্ট'। তবে এর পরিণতি যে কতটা ভয়ঙ্কর হতে পারে সেই ছবি উঠে আসছে জাপানে। কোলেস্টেরল কমাতে গিয়েই মুড়ি-মুড়কির মতো ওষুধ খেয়েই বিপদ-ঘণ্টা! কোলেস্টেরল কমানোর জন্য খাদ্য তালিকায় সাপ্লিমেন্টারি গ্রহণ বর্তমানে জাপানের নয়া ত্রাস। জাপানে এই সাপ্লিমেন্টারি গ্রহণে শুক্রবার পর্যন্ত মৃত্যু হয়েছে পাঁছ জনের। ১০০ জনের বেশি রোগী হাসপাতালে ভর্তি।সম্প্রতি জাপান সরকারে তরফে বাজার থেকে তুলে নেওয়া হয়েছে জাপানি ওষুধ প্রস্তুতকারক কোবায়াশি ফার্মাসিউটিক্যালের ওভার-দ্য-কাউন্টারের তৈরি ওষুধ। এই ওষুধগুলি চিকিৎসকদের পরামর্শ ছাড়াই ব্যবহার করা হয়েছে যথেচ্ছভাবে। গ্রাহকরা এই ওষুধগুলো খাওয়ার বেশ কিছুদিন পর থেকেই কিডনির সমস্য়ায় ভুগতে থাকেন বলে অভিযোগ। তাঁদের কাছ থেকে সেই সব অভিযোগ পাওয়ার পরই ওষুধগুলিতে বাজার থেকে তুলে নেওয়া হয়েছে। জানুয়ারির প্রথম দিক থেকে কোবায়াশি ফার্মাসিউটিক্যাল কোম্পানির ওষুধ খেয়ে অনেকে অসুস্থ হয়ে পড়ার খবর প্রকাশ্যে আসে। কোলেস্টেরল কমাতে ব্যবহৃত 'বেনিকোজি কোলেস্টের হেল্প' সহ বেশ কয়েকটি ওষুধ খাওয়ার পর স্বাস্থ্যের অবনতি হয় প্রায় ১১৪ জনের। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়।

    'বেনিকোজি কোলেস্ট হেল্প'-এ বেনিকোজি নামক একটি উপাদান রয়েছে, যা একটি লাল প্রজাতির ছত্রাক। চলতি সপ্তাহে মৃতের সংখ্যা দাঁড়ায় দুইয়ে। পণ্য প্রস্তুতকারকের মতে, কয়েকজন এই ওষুধগুলি খাওয়ার পর কিডনির সমস্যায় ভুগতে থাকেন। তবে নির্দিষ্ট এই ওষুধগুলি খাওয়ার কারণেই তাঁদের কিডনির সমস্যা হয়েছে কিনা তা নিয়ে গবেষণা চালানো হচ্ছে। কোম্পানির প্রেসিডেন্ট আকিহিরো কোবায়শি শুক্রবার মৃত্যু ও অসুস্থতার জন্য ক্ষমা চেয়েছেন। কোম্পানিটি বাজার থেকে বেনিকোজি উপাদান সম্বলিত আরও বেশ কিছু পণ্য প্রত্যাহার করেছে।

    জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয় তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এসব পণ্যের তালিকা প্রকাশ করেছে। এই পণ্যগুলির মধ্যে সেই সব পণ্যও রয়েছে যেগুলিতে 'ফুড কালার' হিসেবে ব্যবহার করা হয়েছে বেনিকোজি। কোবায়াশি ফার্মাসিউটিক্যাল বছরের পর বছর ধরে বেনিকোজি বিক্রি করছে। তবে ২০২৩ সাল থেকেই স্বাস্থ্য সমস্য়ার কথা উঠে আসে। কোম্পানি বিবৃতি গত বছর ১৮.৫ টন বেনিকোজি উৎপাদন করেছিল তারা।

    'বেনিকোজি' নামক লাল ইস্ট দিয়ে গাঁজানো চালের সাপ্লিমেন্ট বা সম্পূরক খাদ্য উপাদানের কারণে ব্যাপক স্বাস্থ্য উদ্বেগ সৃষ্টি হওয়ায় ক্ষমা চেয়েছে একটি জাপানি ওষুধ প্রস্তুতকারক কোম্পানি। পণ্যগুলোর ব্যবহারকারীদের মধ্যে মৃত্যুর খবর পাওয়া যাওয়ার পর কোবাইয়াশি ফার্মাসিউটিক্যাল শুক্রবার প্রথম সাংবাদিক সম্মেলন করে এই পণ্য বাজার থেকে প্রত্যাহারের ঘোষণা করেছে। কোম্পানির প্রেসিডেন্ট কোবাইয়াশি আকিহিরো মৃত গ্রাহকদের এবং তাঁদের পরিবারের সদস্যদের জন্য সমবেদনা প্রকাশ করেছেন।
  • Link to this news (এই সময়)