এতদিন তিনি জিতিয়ে এসেছেন মোদী-মমতা-নীতীশ কুমারকে। এবার কি খোদ ভোটের ময়দানে নামতে চলেছেন প্রশান্ত কিশোর? লোকসভা ভোটে কি নিজের দলের তরফে প্রার্থী হবেন? মনের ইচ্ছার কথা জানালেন ভোটকুশলী পিকে।২৪-এর নির্বাচনে লড়বেন পিকে?আনফিলটার্ড বাই সমদিশ নামে ইউটিউব চ্যানেলে দেওয়া একটি সাক্ষাৎকারে লোকসভা ভোটে দাঁড়ানো নিয়ে সরাসরি প্রশ্ন করা হয় প্রশান্ত কিশোরকে। তিনিও অকপট জবাব দেন। সমদিশ ভাটিয়ার প্রশ্ন, 'অনেকেই জানতে আগ্রহী প্রশান্ত কিশোর লোকসভা ভোটে লড়ছেন কি না।' জবাবা পিকে বলেন, 'না না। এটা তো আমি আগেই বলেছি। গোটা বিহার ঘুরে তারপর জন সূরয দল তৈরি করব। এপ্রিল মাসের আগে তো সেটা সম্ভব নয়।'
তবে পিকের সংযোজন, 'কিন্তু, তার মানে এটা নয় যে জন সূরযের কোনও সদস্য ভোটে দাঁড়াতে পারবেন না। আমরা পাঁচটি জেলায় পদযাত্রা করেছি। সে সময় বিহারে বিধান পরিষদের নির্বাচন হয়। একজন লড়তে ইচ্ছাপ্রকাশ করেন। তারপর আমরা সকলে মিলে বসে আলোচনা করি। ওই ব্যক্তি ভোটে দাঁড়ান এবং জিতেও যান। লোকসভার ক্ষেত্রেও যদি কোনও জেলার কোনও ব্যক্তিকে দেখে আমর ভরসা হয় এবং মনে হয় সে লোকসভায় লড়তে পারে, তাঁর সংসদে প্রতিনিধিত্ব করা উচিত, তাহলে আমরা সিদ্ধান্ত নিতে পারি। তবে নির্দল লড়বে।'
বিভ্রান্ত হবেন না তো ভোটে লড়াই করলে?প্রশ্নের উত্তরে দুঁদে ভোটকুশলী বলেন, 'খাঁটি সোনা দিয়ে কখনও গয়না তৈরি করা যায় না। তার মধ্যে দু'ক্যারেট অন্য সোনা মেলাতেই হবে। যতক্ষণ গঙ্গায় এসে নালার জল মিলছে তাতে কোনও সমস্যা নেই। যেইমাত্র নালায় গঙ্গা চলে আসছে তখনই বিপদ।'
বিহার জুড়ে প্রায় সাড়ে তিন হাজার কিলোমিটারের পদযাত্রার ডাক দিয়েছেন প্রশান্ত কিশোর। দীর্ঘদিন ধরে যাকে নিয়ে একাধিক জল্পনা, সেই প্রশান্ত কিশোর নিজে ভোটে দাঁড়াচ্ছেন না, তা কার্যত স্পষ্ট করে দিলেন। পিকের জবাব, 'আমি শক্তিশালী বিকল্প গড়ার লক্ষ্য নিয়ে এগোচ্ছি। যার শুরুটা হবে বিহার থেকেই।' ভোটকুশলী পিকে এখন নিজেই রাজনীতিবিদ। আর রাজনীতির ময়দানে নেমেই নিজের রাজ্য বিহারের উন্নয়ন চাইছেন তিনি। ভোটের লড়াইয়ে তাঁর কোনও আকঙ্খা নেই বলেও জানান পিকে। তবে ভোটের ময়দানে আগামীদিনে তাঁকে লড়াইয়ে দেখা যাবে কি না, তা নিয়ে এখনও জল্পনা জিইয়ে রাখলেন পিকে।