• Holiday List Of April 2024 : ভোটের মাসে একগুচ্ছ সরকারি ছুটি, দেখে নিন এপ্রিলের হলিডে লিস্ট
    এই সময় | ৩১ মার্চ ২০২৪
  • ছুটির মেজাজেই শুরু হচ্ছে নতুন মাস। অর্থবর্ষ এবার যেন কিছুটা তাড়াতাড়িই শেষ হল। তাই ইয়ার এন্ডিংয়ের চাপ কাটিয়ে মার্চের শেষ দিনগুলো লং উইকএন্ডের আনন্দ উপভোগে ব্যস্ত অনেকেই। গুড ফ্রাইডে আর পঞ্চম শনিবারের দৌলতে টানা ছুটি পেয়ে গিয়েছেন ব্যাঙ্কের কর্মীরা। এদিকে, নতুন মাসের শুরুতেই রয়েছে ব্যাঙ্ক হলিডে। ফলে হিসেব মতো ২৯ মার্চ থেকে ১ এপ্রিল লং হলিডে উইকএন্ড।আর কী কী ছুটি রয়েছে এপ্রিলে?শুরু হচ্ছে নতুন অর্থবর্ষ। নয়া উদ্যমে কাজ শুরুর পালা। কিন্তু, তার মাঝেই ছুটির তালিকায় উঁকি মারছেন সরকারি অফিসের কর্মীরা। কোনওভাবে ছোটখাটো ট্যুর প্ল্যান করার সুযোগ রয়েছে কি না, তা জানতে ছুটির ক্যালেন্ডার হাঁতড়াচ্ছেন অনেকেই।

    ২০২৩ সালের গেজেটেড ছুটির দিন অর্থাৎ সরকার কর্তৃক আনুষ্ঠানিকভাবে ঘোষিত দিনগুলিতে একনজরে চোখ বুলিয়ে নিন। ২০২৪ সালে সব কেন্দ্রীয় সরকারের প্রশাসনিক অফিসগুলি প্রায় ১৭টি গেজেটেড ছুটি পাবে। এছাড়াও রয়েছে বিকল্প ছুটি। সরকার কর্তৃক আনুষ্ঠানিকভাবে ঘোষিত এবং সরকারি গেজেটে প্রকাশিত ছুটিকে গেজেটেড ছুটি বলে। কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে যে ছুটি কর্মীরা নিতে পারেন তাকে বলা হয় ঐচ্ছিক ছুটি। বছর শুরুর আগেই ঘোষণা করে দেওয়া হয় এই তালিকা। ধর্মীয় পরবের জন্য সরকারি কর্মীরা তিনদিন ঐচ্ছিক ছুটি নিতে পারেন।

    ১ এপ্রিল দেশের অধিকাংশ রাজ্যে ব্যাঙ্ক বন্ধ। তবে চণ্ডীগড়, সিকিম, মিজোরাম, পশ্চিমবঙ্গ, হিমাচল প্রদেশ এবং মেঘালয়ে ব্যাঙ্ক খোলা থাকবে সোমবার।

    ভোটের জন্য কবে কোথায় ছুটি?এ ছাড়াও এপ্রিল মাস থেকে শুরু হচ্ছে লোকসভা ভোট। আগামী ১৯ এপ্রিল থেকে সাত দফায় ভোট শুরু হচ্ছে দেশে। এপ্রিল মাসে দু'টি দফার ভোট রয়েছে দেশে। ১৯ এপ্রিল প্রথম দফা এবং ২৬ এপ্রিল দ্বিতীয় দফা। ভোটের দিনগুলিতে সংশ্লিষ্ট রাজ্যে ছুটি থাকবে। যেমন প্রথম দফা ভোটের দিন ছুটি থাকবে অরুণাচলের ২টি কেন্দ্রে, অসমের ৫টি কেন্দ্রে, বিহারের ৪টি কেন্দ্রে, ছত্তিশগড়ের ১টি কেন্দ্রে, মধ্য প্রদেশের ৬টি কেন্দ্রে, মহারাষ্ট্রের ৫টি কেন্দ্রে, মণিপুরের ১টি কেন্দ্রে, মেঘালয়ের ২টি কেন্দ্রে, মিজোরামের ১টি কেন্দ্রে, নাগাল্যান্ডের ১টি কেন্দ্রে, রাজস্থানের ১২টি কেন্দ্রে, সিকিমের ১টি কেন্দ্রে, তামিলনাড়ুর ৩৯টি কেন্দ্রে, ত্রিপুরার ১টি কেন্দ্রে, উত্তর প্রদেশের ৮টি কেন্দ্রে, উত্তরাখণ্ডের ৫টি কেন্দ্রে, আন্দামান নিকোবরের ১টি কেন্দ্রে, জম্মু ও কাশ্মীরের ১টি কেন্দ্রে, লাক্ষাদ্বীপের ১টি কেন্দ্রে, পুদুচেরীর ১টি কেন্দ্রে এবং পশ্চিমবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি কেন্দ্রগুলিতে। দ্বিতীয় দফা ভোটের দিন ছুটি থাকবে অসমের ৫টি কেন্দ্রে, বিহারের ৫টি কেন্দ্রে, ছত্তিশগড়ের ৩টি কেন্দ্রে, কর্নাটকের ১৪টি কেন্দ্রে, কেরালার ২০টি কেন্দ্রে, মধ্য প্রদেশের ৭টি কেন্দ্রে, মহারাষ্ট্রের ৮টি কেন্দ্রে, মণিপুরের ১টি কেন্দ্রে, রাজস্থানের ১৩টি কেন্দ্রে, ত্রিপুরার ১টি কেন্দ্রে, উত্তর প্রদেশের ৮টি কেন্দ্রে, জম্মু ও কাশ্মীরের ১টি কেন্দ্রে। দ্বিতীয় দফায় বাংলার রায়গঞ্জ, বালুরঘাট এবং দার্জিলিঙে ভোটের জন্য ছুটি থাকবে।

    এক নজরে এপ্রিলের সরকারি ছুটির তালিকাদিনঅনুষ্ঠানসরকারি ছুটি৫ মার্চ শুক্রবারজামাত-উল-ভিদাঐচ্ছিক ছুটি৯ এপ্রিল মঙ্গলবারচৈত্র শুক্লাদি/উগাদি/গুড়ি পরওয়াঐচ্ছিক ছুটি১১ এপ্রিল বৃহস্পতিবারইদ-উল-ফিতরসরকারি ছুটি১৩ এপ্রিল শনিবারবৈশাখিঐচ্ছিক ছুটি১৪ এপ্রিল রবিবারআম্বেদকর জয়ন্তীঐচ্ছিক ছুটি১৭ এপ্রিল বুধবাররাম নবমীসরকারি ছুটি২১ এপ্রিল রবিবারমহাবীর জয়ন্তীসরকারি ছুটি
  • Link to this news (এই সময়)