‘সংগঠনই অত্যন্ত শক্তিশালী’, বরানগরে জয় নিয়ে ‘কনফিডেন্ট’ সায়ন্তিকা
এই সময় | ৩১ মার্চ ২০২৪
বরানগর কেন্দ্রের উপ নির্বাচনে প্রার্থী করা হয়েছে অভিনেত্রী তথা তৃণমূল নেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে। বাঁকুড়া লোকসভা কেন্দ্রে তাঁকে প্রার্থী করা হতে পারে, এরকম গুঞ্জন চললেও বরানগরের বিধানসভা উপনির্বাচনে তাঁকে টিকিট দেয় তৃণমূল কংগ্রেস। বিজেপি প্রার্থী সজল ঘোষের বিরুদ্ধে তাঁর লড়াই কি একটি কঠিন হবে? সায়ন্তিকার দাবি, ‘আমি কনফিডেন্ট।’রাজ্যে লোকসভা নির্বাচনের পাশাপাশি দুটি কেন্দ্রে বিধানসভা উপ নির্বাচন সংগঠিত হতে চলেছে। উল্লেখ্য, এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের বিধায়ক ছিলেন তাপস রায়। লোকসভার দিনক্ষণ ঘোষণার কয়েকদিন আগে তিনি বিজেপিতে যোগদান করেন। এরপরেই এই কেন্দ্রে উপ নির্বাচন অবশ্যম্ভাবী হয়ে পড়ে। এই কেন্দ্র থেকে দলের তরফে কাকে প্রার্থী করা হবে, তাই নিয়ে বিস্তর জল্পনা ছিল। বাঁকুড়া লোকসভায় মাটি কামড়ে পড়ে থাকা সায়ন্তিকা উপরেই এই কেন্দ্র জিতে আসার দায়িত্ব দেন তৃণমূল নেত্রী।
তবে, জেতার ব্যাপারে কতোটা আশাবাদী সায়ন্তিকা? এ ব্যাপারে সায়ন্তিকা জানান, এখানে সংগঠন জিতিয়ে দেবে তাঁকে। বরানগর কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের যথেষ্ট মজবুত সংগঠন রয়েছে। তাঁরাই তাঁর জয়ের পথ অনেকটাই সহজ করে দেবে বলে দাবি তাঁর। তিনি বলেন, ‘আমার আত্মবিশ্বাস আছেই। এখনকার নেতৃত্বের সঙ্গে আমার সবে আলাপ হল। প্রত্যেকেই অনেক অভিজ্ঞ। সেই কারণেই আমি এখানে যথেষ্ট আত্মবিশ্বাসী।’
সায়ন্তিকার বক্তব্য, এই কেন্দ্র থেকে লড়তে পেরে তাঁর অনেকটা সুবিধাই হয়েছে। তাঁর কথায়, উত্তর ২৪ পরগনা জেলাতেই তাঁর জন্ম। এই জেলার মধ্যেই তাঁর লেখাপড়া, বেড়ে ওঠা। সেই কারণে, এই জেলার সঙ্গে, এই জেলার মানুষের সঙ্গে তিনি অনেকটাই সম্পর্কযুক্ত। বাঁকুড়া গিয়ে সংগঠনের ভার নেওয়া অনেকটা কঠিন ছিল, সেই জায়গায় এই কেন্দ্র অনেকটাই তাঁর কাছে সহজ হবে বলে দাবি তাঁর।
এই বিধানসভার টপিন রোড সংলগ্ন সেবা সংঘ ক্লাবে বরানগর পুরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলার ও ওয়ার্ড প্রেসিডেন্টদের সঙ্গে জনসংযোগ কর্মসূচিতে যোগ দিলেন প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে ছিল যথেষ্ট উৎসাহ ও উদ্দীপনা। জনসংযোগ কর্মসূচিতে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় সহ উপস্থিত রয়েছেন পার্থ ভৌমিক, সুজিত বসু ও সৌগত রায়।