• ভিক্টরকে 'বাচ্চা' বলে কটাক্ষ করিমের, '...কাল কা বাপ', পালটা জবাব ইমরানের
    এই সময় | ৩১ মার্চ ২০২৪
  • সারা রাজ্যের পাশাপাশি রায়গঞ্জ লোকসভা আসনেও নির্বাচনী লড়াইয়ে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলি। বিশেষ করে তৃণমূল, বিজেপি ও কংগ্রেস প্রার্থীরা ইতিমধ্যেই জোরকদমে প্রচারে নেমে পড়েছেন। নির্বাচনের দিন যত এগিয়ে আছে ততই বাড়ছে রাজনৈতিক উত্তাপ। এরই মাঝে এবার কংগ্রেস প্রার্থী আলি ইমরান রামজকে (ভিক্টর) 'বাচ্চা' এবং 'নাক টিপলে দুধ বেরোবে' বলে কটাক্ষ করলেন ইসলামপুরের তৃণমূল বিধায়ক আবদুল করিম চৌধুরী। পালটা রায়গঞ্জ শহরের একটি দলীয় কর্মীসভায় যোগ দিয়ে আলি ইমরানের জবাব 'আজকা বাচ্চাহি কাল কা বাপ বনতা হ্যায়'।শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইসলামপুরের তৃণমূল বিধায়ক আবদুল করিম চৌধুরী কংগ্রেস প্রার্থী আলি ইমরান রামজকে 'বাচ্চা' এবং 'নাক টিপলে দুধ বেরোবে' বলে কটাক্ষ করেন। আবদুল করিম চৌধুরী বলেন, 'ওতো বাচ্চা, এখনও ওর নাক টিপলে দুধ বেরোবে। এরা ছেলেমানুষ। এদের আমি কী বলব?' তিনি আরও বলেন, 'সেদিন বলছিলাম, এখন ও এত বড় দায়িত্ব নিতে চলেছে দিল্লির? কীভাবে এই কাজে নেমেছে ও? এখানে বিধায়ক ছিল, ঠিক ছিল। একটা কাউন্সিলর হওয়া ঠিক আছে, বিধায়ক হওয়া ঠিক আছে, একটা গ্রাম পঞ্চায়েত প্রধান হওয়াও ঠিক আছে। কিন্তু দিল্লি? ভারত একটা এত বড় দেশ। এত বড় একটা সংগঠন চালাতে হবে।'

    আবদুল করিম আরও বলেন, 'কংগ্রেস তো এখন পড়ে গিয়েছে। পশ্চিমবাংলায় কংগ্রেসের কিছু নেই। আমাদের লড়াই দিল্লির সরকারের সঙ্গে। আমাদের সরকার মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দিল্লির মোদী সরকারের সঙ্গে লড়াই করছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যাঁরা আছেন তাঁরাই তো লড়াই করবেন। কংগ্রেস, সিপিএমের কোনও অস্তিত্ব নেই, ওরা কী করবে ওখানে গিয়ে?'

    এদিকে এদিনই রায়গঞ্জ শহরে দলীয় কর্মী সভার আয়োজন করা হয় কংগ্রেসের পক্ষ থেকে। সেখানে যোগ দেন দলীয় প্রার্থী আলি ইমরান রামজ। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত, সিপিআইএম জেলা সম্পাদক আনোয়ারুল হক সহ অন্যান্য কংগ্রেসের নেতাকর্মীরা। আসন্ন লোকসভা নির্বাচনের প্রচার সহ বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করা হয় দলীয় নেতা কর্মীদের সঙ্গে। পাশাপাশি তৃণমূল কংগ্রেস ও বিজেপির বিরুদ্ধে সরব হন দলীয় নেতৃত্বরা।

    সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হন প্রার্থী আলি ইমরান। সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইসলামপুরের বিধায়ক আবদুল করিম চৌধুরীর বক্তব্যের উত্তরে ভিক্টর বলেন, 'তিনি বর্ষিয়ান বিধায়ক। আমাদের এই রাজ্যের সিনিয়র মোস্ট বিধায়ক। তাঁকে আমি শ্রদ্ধা করি। ওঁর রাজনৈতিক অভিজ্ঞতাকে শ্রদ্ধা জানিয়েই বলতে চাই আজকা বাচ্চাহি কাল কা বাপ বনতা হ্যায়'।
  • Link to this news (এই সময়)