• অসীমের গানে কটাক্ষের জবাব মনোবিদ শর্মিলার
    এই সময় | ৩১ মার্চ ২০২৪
  • অভ্র বন্দ্যোপাধ্যায়, কাটোয়া : বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শর্মিলা সরকারকে নিয়ে গান বেঁধেছেন বিজেপির কবিয়াল প্রার্থী অসীম সরকার। গানের লাইনে শর্মিলাকে কটাক্ষ করে তিনি বলছেন, 'ওমা শর্মিলা সরকার, তুমি নাকি মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার, তুমি অদৃশ্য মন দেখতে পার, কিন্তু চোর দেখার চোখ নাই তোমার।' শুক্রবার কাটোয়া শহরে নির্বাচনী প্রচারে তারই জবাব দিলেন শর্মিলা।মানুষকে কটুকথা বলাই বিজেপি প্রার্থী অসীমের চারিত্রিক বৈশিষ্ট্য হতে পারে বলে মনে করছেন তৃণমূলের মনোরোগ বিশেষজ্ঞ প্রার্থী শর্মিলা সরকার। অসীম সরকার কি কোনও মনোরোগে আক্রান্ত? এর জবাবে শর্মিলা বলেন, 'আমি ওঁর সঙ্গে কোনওদিন সামনা-সামনি কথা বলিনি, দেখাও হয়নি, ফলে এটা আমার পক্ষে বলা সম্ভব নয়। কথা না-বলে তো ওরকম বলা যায় না। তবে উনি হয়তো এভাবে মানুষকে আক্রমণ করতে পছন্দ করেন, ওটাই হয়তো ওঁর চারিত্রিক গঠন।'

    তিনি আরও বলেন, 'আমি ও ভাবে কথা বলতে পছন্দ করি না। তাই ওঁকে নিয়ে খুব বেশি কথা বলতে চাই না।' শুক্রবার দিনভর তৃণমূল জেলা সভাপতি তথা স্থানীয় বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়কে সঙ্গে নিয়ে কাটোয়ায় প্রচার চালান শর্মিলা। ক্ষেপাকালীতলায় পুজো দেওয়ার পাশাপাশি এদিন কাটোয়াপাড়া মসজিদেও যান। কথা বলেন এলাকার মানুষের সঙ্গে। পানুহাট হনুমান লাঠিতলা থেকে দাঁইহাট ভাউসিং পর্যন্ত একটি রোড-শো করেন প্রার্থী।

    তৃণমূলের এই কর্মসূচি নিয়ে বৃহস্পতিবার রাতে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ করে বিজেপি নেত্রী সীমা ভট্টাচার্য লেখেন, 'আগামিকাল কাটোয়ার রাজপথ দিয়ে কিছু দুর্নীতিপরায়ণ, চোর-ছেচড় হাঁটবে।' এ নিয়ে এদিন রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়কে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'যার যেমন রুচি সে তো তেমনই বলবে। আর যে এসব বলেছে তার নামেই তো দখলদারির অভিযোগ রয়েছে।'
  • Link to this news (এই সময়)