Tollywood: ‘শুনলাম স্বামীকে সিঁড়ি থেকে ধাক্কা দিতে হবে..’, মন দিতে চাইয়ের ‘মালিনী’ নন্দিনীর আফসোস হয়! কিন্তু কেন?
ইন্ডিয়ান এক্সপ্রেস | ৩১ মার্চ ২০২৪
নেগেটিভ চরিত্র করতে করতে মানুষ কি আসলেই পাল্টে যান। সকাল হতেই একটা মানুষ যখন শোন তাঁকে সারাদিন একে ধাক্কা মারতে হবে, ওকে শক দিতে হবে, ওকে বোম্ব মারতে হবে… তাঁর অনুভূতি ঠিক কেমন হয়?