• ‌বইয়ের বাঁধাই থেকে মানুষের চামড়া সরিয়ে ফেলল হার্ভার্ড লাইব্রেরি...
    আজকাল | ৩১ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ আমেরিকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে ৯০ বছরেরও বেশি সময় ধরে রাখা একটি বইয়ের বাঁধন থেকে মানুষের চামড়া অপসারণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে। ‘ডেস্টিনিজ অফ দ্য সোল’ নামের ঊনবিংশ শতকের বইটি নিয়ে গবেষণা হয়েছিল। ২০১৪ সালে জানা যায়, এক মহিলার চামড়া দিয়ে বাঁধাই করা হয় এই বই। বুধবার এক বিবৃতিতে হার্ভার্ড বলেছে, ‘বইটির বাঁধাই অপসারণ করা হয়েছে।’‌ হার্ভার্ড ২০১৪ সালের একটি ব্লগ পোস্টে বলেছিল, নৃতাত্ত্বিক গ্রন্থপঞ্জিতে মানুষের ত্বকে বই বাঁধাই করার অভ্যাস একসময় তুলনামূলকভাবে সাধারণ অভ্যাসে পরিণত হয়েছিল। ইউনিভার্সিটি বলেছে, ফরাসি লেখক আর্সেন হাউসেয়ের লেখা বইটির প্রথম মালিক বই সংগ্রাহক চিকিৎসক লুডোভিক বোল্যান্ড সেই সময়ে মানসিকভাবে অসুস্থ এক মহিলার শরীর থেকে চামড়া নিয়েছিলেন, যিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন। সেখানে তিনি কাজ করতেন।  বোল্যান্ড একটি নোটে হাউসেয়েকে বলেছিলেন, ‘মানুষের আত্মা সম্পর্কে একটি বই মানুষের ত্বকের আবরণ পাওয়ার যোগ্য।’ হার্ভার্ড বিবৃতিতে বলেছে, ‘বইটির সঙ্গে সম্পর্কিত বোল্যান্ডের স্টুয়ার্ডশিপ অনুশীলনগুলো নৈতিক মানগুলোর স্তর পূরণ করতে ব্যর্থ হয়েছে।’ ২০২২ সালে হার্ভার্ড একটি প্রতিবেদন প্রকাশ করে। বলা হয়, বিশ্ববিদ্যালয়টির সংগ্রহে ২০,০০০ টিরও বেশি বইয়ে বাঁধাইয়ে মানুষের দেহাবশেষ শনাক্ত হয়েছে। এতে কঙ্কাল থেকে দাঁত, চুল এবং হাড়ের টুকরো পর্যন্ত রয়েছে।
  • Link to this news (আজকাল)