• মহিলা ফুটবলারদের নির্যাতন, অভিযোগ ফেডারেশনের কর্তার বিরুদ্ধে...
    আজকাল | ৩১ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ফেডারেশনের কার্যকরী কমিটির সদস্যের ওপর গুরুতর অভিযোগ আনলেন দুই মহিলা ফুটবলার। গোয়ায় মহিলাদের লিগ চলাকালীন হোটেলের ঘরে হিমাচল প্রদেশের ক্লাব খাদ এফসির দু"জন মহিলা ফুটবলারকে নির্যাতনের অভিযোগ করা হয়েছে। শুক্রবার সর্বভারতীয় ফুটবল ফেডারেশনে অভিযোগ দায়ের করেছে ফুটবলাররা। সেখান জানানো হয়েছে, বৃহস্পতিবার রাতে হোটেলের বন্ধ রুমে দীপক শর্মা তাঁদের ওপর শারীরিক নির্যাতন করে। সংশ্লিষ্ট দুই মহিলা ফুটবলার নিজেদের ঘরে খাবার বানাচ্ছিল, সেই কারণেই নাকি ক্ষিপ্ত হয়ে যান ফেডারেশনের কর্তা। অভিযুক্ত ব্যক্তি হিমাচল প্রদেশ ফুটবল অ্যাসোসিয়েশনের সচিব এবং ফেডারেশনের কম্পিটিশন কমিটির ডেপুটি চেয়ারম্যান। ফুটবলাররা জানিয়েছে, মদ্যপ অবস্থায় দীপক শর্মা এই ঘটনা ঘটান। তাঁদের দাবি, হিমাচল প্রদেশ থেকে গোয়া যাওয়ার সময় তাঁদের সামনেই সুরা পান করেন তিনি। দলের ফুটবলার পালক বর্মা বলেন, "আমি চোট পেয়েছিলাম, তাই নিজের রুমে ডিম নিয়ে আসি। রাত সাড়ে দশটা-এগারোটা নাগাদ আরও একজন মেয়ের সঙ্গে আমি রান্নাঘরে ডিম রান্না করছিলাম। সেই সময় স্যার আমাদের নিজের রুমে ডাকেন। আমার সঙ্গে আরেকজন যে ছিল, ও তাঁর রুমে যায়। আমরা কী করছি জিজ্ঞেস করেন। তার উত্তরে ও জানায়, আমরা ডিম রান্না করছি। স্যার ওকে বকাবকি করার পর আমাকে ডেকে পাঠায়। রাগত স্বরে আমাকে জিজ্ঞেস করেন কেন আমি ডিম রান্না করছি। আমি স্পেশাল কিনা? স্যার মদ্যপ অবস্থায় ছিলেন। আমি জানাই যে খাবার শেষ হয়ে গিয়েছিল বলে ডিম করছিলাম। আমাকে সব ফেলে দিতে বলেন। আমি কাঁদতে কাঁদতে নিজের ঘরে চলে আসি। তারপর আমার ঘরে ঢুকে আমাকে নির্যাতন করে। আমার রুমমেট বাধা দেওয়ার থামেন। গোটা ঘটনা গোয়া ফুটবল অ্যাসোসিয়েশন এবং ফেডারেশনকে জানিয়েছি। কিন্তু অভিযোগ তুলে নেওয়ার জন্য আমাদের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে।" অভিযোগ পাওয়ার পর দুই মহিলা ফুটবলারের সঙ্গে দেখা করেন জিএফএর সহ সভাপতি জোনাথন ডি"সুজা। তাঁরা শীঘ্রই ফেডারেশনকে একটি রিপোর্ট জমা দেবে। সেই রাতে হোটেলেও যান তিনি। গোটা ঘটনাটি পুলিশকে জানানো হয়েছে। মহিলাদের ফুটবল কমিটির প্রধান ভালাঙ্কা আলেমাও দুই মহিলা ফুটবলারের সঙ্গে একান্তে কথা বলেন। জিএফএর অভিযোগের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্য দীপক শর্মাকে মাপুসা পুলিশ স্টেশনে ডাকা হয়। তবে এই বিষয়ে এখনও ফেডারেশনের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।  
  • Link to this news (আজকাল)