• জলপাইগুড়িতে চিতাবাঘের হামলায় জখম এক মহিলা চা শ্রমিক
    আজকাল | ৩১ মার্চ ২০২৪
  • অতীশ সেন, ডুয়ার্স : চা বাগানে কাজ করতে গিয়ে চিতাবাঘের হামলায় জখম হলেন এক মহিলা চা শ্রমিক। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে জলপাইগুড়ি জেলার মেটেলি ব্লকের আইভিল চা বাগানের ডাঙ্গী ডিভিশন। আহত চা শ্রমিকের নাম নাসিমা বিবি। অন্যান্য শ্রমিকদের সাথে এদিন তিনি চা বাগানের ৩৫ নম্বর সেকশনে চা পাতা তোলার কাজ করছিলেন। সেই সময়ই চিতাবাঘটি চা গাছের ঝোঁপের আড়াল থেকে অতর্কিত আক্রমণ করে। চিতাবাঘের আঁচড় ও কামড়ে আহত হন তিনি, তাঁর মুখে গুরুতর আঘাত লাগে। অন্যান্য শ্রমিকেরাই আহত মহিলাকে উদ্ধার করে, তাকে প্রথমে মঙ্গলবাড়ী গ্রামীণ হাসপাতানে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে মাল সুপার স্পেশালিটি হাসপাতালের রেফার করা হয়। চা বাগানে ঘুরে বেড়ানো চিতাবাঘটিকে ধরতে খাঁচা পাতার জন্য বনদপ্তরের কাছে আবেদন করা হবে বলে জানা গিয়েছে। বনদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে আহত মহিলার চিকিৎসার ব্যবস্থা করা হবে।
  • Link to this news (আজকাল)