অনুপকুমার দাস : "গোপাল ভাঁড়কে খুন করেছে রাজা কৃষ্ণচন্দ্র।" একথা বলে বিতর্কে জড়ালেন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। মন্ত্রীর এই মন্তব্যের পালটা রাজবাড়ির 'রানিমা' তথা কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অমৃতা রায় বললেন, "চ্যালেঞ্জ করছি। প্রমাণ করুক উজ্জ্বল বিশ্বাস। না হলে মানহানির মামলা করব।" যদিও হুঁশিয়ারির পরেও দমছেন না মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। তিনি পালটা বলেন,"সত্যিটা বলেছি। মামলা করলে করবে।"প্রসঙ্গত কৃষ্ণনগর কারবালা মাঠে রাজা কৃষ্ণচন্দ্র রায়ের রাজত্ব কালে সভাকবি ছিলেন গোপাল ভাঁড়। যদিও গোপাল ভাঁড় এই নামে আদৌ কেউ সভাকবি ছিলেন কি না, সেই নিয়ে অনেক বিতর্ক আছে। এখন কৃষ্ণনগরে তৃণমূল নেতৃত্ব সহ গোপালভাঁড় অনুগামীরা একটি মেলার আয়োজন করে থাকেন। গতকাল সেই মেলার উদ্বোধন হয়। সেই মেলায় যান রাজ্যের মন্ত্রী তথা কৃষ্ণনগর দক্ষিণের বিধায়ক উজ্জ্বল বিশ্বাস।
সেখানেই মন্ত্রী মন্তব্য করেন যে, "গোপাল ভাঁড়কে খুন করেছে রাজা কৃষ্ণচন্দ্র রায়।" পরে সাংবাদিকদের মুখোমুখি হয়েও মন্ত্রী বলেন, "হ্যাঁ, সত্যিই খুন করেছে।" যা শুনে 'রানিমা' অমৃতা রায়ের বক্তব্য, "উজ্জ্বল বিশ্বাসের পরিবারকে নিয়ে তো আমি টানাটানি করছি না। তাহলে আমার বংশধরদের টানাটানি কেনও করছে। আমি চ্যালেঞ্জ করছি, প্রমাণ করুক। প্রমাণ না দিলে আমি মামলা করব।" হুঁশিয়ারি দেন বিজেপি প্রার্থী।