• Election Commission : গরম থেকে বাঁচতে বুথে ওআরএস-জল-চশমা, পদক্ষেপ কমিশনের
    এই সময় | ৩১ মার্চ ২০২৪
  • এই সময়: লোকসভা ভোটের দিন যত এগিয়ে আসছে, রাজনৈতিক উত্তেজনার পারদের সঙ্গে পাল্লা দিচ্ছে গরমের দাপট। অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য কমিশন তরফে সব রকমের ব্যবস্থা নিলেও মূল চ্যালেঞ্জ গরমের মোকাবিলা। গরমে ভোটাররা বুথে যেতে না পারলে কমতে পারে ভোটের হার। সেই আশঙ্কার কথা মাথায় রেখে গরমের মোকাবিলায় বিভিন্ন পদক্ষেপ করছে নির্বাচন কমিশন।

    অতিরিক্ত গরমে ভোটদানের উৎসাহে যাতে কোনও ভাটা না পড়ে, তার জন্য পশ্চিমবঙ্গ-সহ বিভিন্ন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের কাছে নির্দেশিকা পাঠিয়েছে কমিশন। সেই মতো ডিএমদের কাছে নির্দেশ পাঠানো হয়েছে। কমিশনের নির্দেশিকা অনুযায়ী, ভোটের দিন প্রতিটি বুথে পর্যাপ্ত পরিমাণ পানীয় জল মজুত রাখতে হবে। রাখা থাকবে ওআরএসও।শুধু তাই নয়, বুথে পর্যাপ্ত পরিমাণ পরিবেশ-বান্ধব চশমা রাখার কথাও জানানো হয়েছে। গরমের হাত থেকে রক্ষা পেতে ভোটার বা ভোটকর্মীরা চাইলে এই বিশেষ চশমা ব্যবহার করতে পারবেন। প্রতিটি বুথে থাকবে মেডিক্যাল কিটস। তার মধ্যে দরকারি ওষুধপত্র, মাস্ক, ব্যান্ডেজ-সহ বিভিন্ন চিকিৎসার সরঞ্জাম রাখা থাকবে। গরমে অনেক সময়েই হিট স্ট্রোকের সম্ভাবনা থাকে।

    এক্ষেত্রে রোগীর দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে হবে। তার জন্য বুথে চিকিৎসক রাখার পরামর্শও দেওয়া হয়েছে। ভোটারদের যাতে রোদের মধ্যে বেশিক্ষণ দাঁড়াতে না হয়, তার জন্য আচ্ছাদনের ব্যবস্থা করার কথাও জানানো হয়েছে। ভোটারদের লাইন ঠিক রাখতে এনসিসি, স্কাউটস ও গাইডের স্বেচ্ছাসেবকদের কাজে লাগানো যেতে পারে।

    গরমে দীর্ঘক্ষণ কাজ করতে গিয়ে ভোটকর্মীরাও অসুস্থ হয়ে পড়তে পারেন। তাঁদের জন্য বুথের মধ্যে ফ্যানের ব্যবস্থা রাখার কথাও জানানো হয়েছে। ভোটারদের পাশাপাশি প্রার্থী এবং রাজনৈতিক দলের যে সব নেতা-কর্মী, সমর্থকরা ভোটের প্রচার করছেন, তাঁদের জন্যও অ্যাডভাইসরি দিয়েছে কমিশন।

    কমিশনের এক আধিকারিকের কথায়, ‘পশ্চিমবঙ্গে লোকসভা ভোট শুরু হচ্ছে ১৯ এপ্রিল। শেষ হবে ১ জুন। টানা দেড় মাস ধরে ভোট চলবে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ওই সময়ে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিশেষ করে বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমানের মতো জায়গায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। গরম যাতে ভোটে বাধা হয়, তা নিশ্চিত করতে আমরা সব রকমের ব্যবস্থা নিচ্ছি।’
  • Link to this news (এই সময়)