• বৃষ্টি হলেও স্বস্তি নেই, ৩৬ ডিগ্রি ছুঁতে পারে কলকাতার তাপমাত্রা
    এই সময় | ৩১ মার্চ ২০২৪
  • ঝড়-বৃষ্টি হলেও রাজ্যে গরম আরও বাড়তে চলেছে। উত্তরবঙ্গের পার্বত্য এলাকা ও সংলগ্ন জেলায় অপেক্ষাকৃত বেশি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। তবে বাড়বে গরম। আগামী দুই দিনে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। কলকাতার তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে পৌঁছতে পারে। পশ্চিমের জেলাগুলি বিশেষ করে পুরুলিয়া এবং বাঁকুড়াতে সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁতে পারে। সোম এবং মঙ্গলবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অস্বস্তিকর আবহাওয়া থাকতে পারে। দিন এবং রাতের তাপমাত্রা বেশ কিছুটা বাড়বে।কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

    শহর কলকাতায় ঝড়-বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এক্ষেত্রে ঝোড়ো হাওয়া বইতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার।

    শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯৩ শতাংশ এবং সর্বনিম্ন ৪৯ শতাংশ।

    কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

    রবিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা থাকতে প্রায় সমস্ত জেলাতেই। পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। সোমবার থেকে উন্নতি হবে আবহাওয়ার। তবে বাড়বে গরম। সোম ও মঙ্গলবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অস্বস্তিকর আবহাওয়া থাকতে পারে।

    কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?

    উত্তরবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর মধ্যে রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার। পাশাপাশি কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের সঙ্গে হালকা ঝোড়ো হাওয়া বইতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে।

    কেমন থাকবে দেশের অন্যান্য জায়গার আবহাওয়া?

    মার্চের শেষ এবং এপ্রিল মাসের শুরুতে গরম বাড়বে দেশজুড়ে। তাপপ্রহাহের পরিস্থিতি নিয়ে সতর্কতা জারি করা হয়েছে মধ্যপ্রদেশ এবং বিদর্ভে। এছাড়াও কর্ণাটক রাইস সীমা ও তেলেঙ্গানার মত দক্ষিণ ভারতের বেশ কিছু অংশে তাপপ্রবাহের সম্ভাবনা। ৩৬ ডিগ্রি থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকতে পারে রাজস্থানে।
  • Link to this news (এই সময়)