• Pakistanis Rescued By Indian Navy: নৌ সেনার কল্যাণে প্রাণ ফিরে পেয়ে ভারতের জয়গান! পাক-নাগরিদের গলায় 'ইন্ডিয়া জিন্দাবাদ' স্লোগান, দেখুন ভিডিয়ো
    এই সময় | ৩১ মার্চ ২০২৪
  • ভারত ও পাকিস্তান দুই দেশের শত্রুতার মাপকাঠি খুঁজে না পাওয়া গেলেও দুই দেশের সম্পর্ক যে খুব একটা মধুর নয় বা বন্ধুত্বপূর্ণ নয় তা অনায়াসেই বলা হয়। নাগরিকদের উপর তার প্রভাব পড়ে। তবে কল্পনার সেই ভিলেন যখন প্রাণরক্ষায় ভূমিকায় অবতীর্ণ হয় তখন'শিখিয়ে দেওয়া কথা' কথাও কোথাও মিলিয়ে যায়। স্বতঃস্ফূর্ত ভাবে বেরিয়ে আসে নিজের প্রাণের কথা। সেই রকমই ছবি দেখা হয় এডেন উপসাগরে।পাকিস্তানিদের মুখে 'ইন্ডিয়া জিন্দাবাদ'। অবাক লাগলেও এটাই সত্যি। একদল পাকিস্তানির মুখে হঠার 'ইন্ডিয়া জিন্দাবাদ' শুনে হকচকিয়ে যাওয়া অস্বাভাবিক নয়। শুধু ভারতের জয়ধ্বনিই নয়, সেনাবাহিনীর প্রশংসাও করেছেন তাঁরা। শুক্রবার এমন নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল গোটা বিশ্ব।

    একদল পাকিস্তানি সমুদ্রে জলদস্যুদের খপ্পরে পড়ে। ভারতীয় নৌসেনার তরফে উদ্ধার করা হয়েছে তাঁদের। শুধু তাই নয়, জলদস্যুদের গ্রেফতারও করেছে ভারতীয় নৌ সেনা। তাঁদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। শুরু হয়েছে তদন্ত। তবে এসব কিছুর ঊর্ধ্বে যা সব থেকে নজর কেড়েছে তা হল ওই পাকিস্তানিদের গলায় ভারতের জয়ধ্বনি।

    বৃহস্পতিবার ঘটনার সূত্রপাত। ভারতীয় নৌ সেনা খবর পায়, আরব সাগরে হাইজ্যাক করা হয়েছে এক ইরানি ভেসেল। মাছ ধরার ওই ভেসেলটি সোমালিয়ার জলদস্যুদের কবলে পড়ে। ওই ভেসেলটিতে ছিলেন ২৩ জন পাকিস্তানি নাগরিক। মাঝ সমুদ্রে মাছ ধরতে গিয়ে সকলে অথৈ জলে পড়েন। ভয় পেয়ে যান। খবর পেয়ে ভারতীয় নৌসেনা আসরে নামে।

    এই ইরানি ভেসেলটিকে জলদস্যুদের কবল থেকে মুক্ত করে ভারতীয় নৌ সেনা, উদ্ধার করা হয় ২৩ পাকিস্তানিকে

    বিবৃতি দিয়ে ভারতীয় নৌ সেনার তরফে জানানো হয়েছে, অভিযান শুরু হয় ২টি জাহাজ নিয়ে। হাইজ্যাক হওয়ার ইরানি ভেসেল ঘিরে ফেলা হয়। রুদ্ধশ্বাস অপারেশনও শুরু হয়। ওই ভেসেলটি কব্জা করেছিল সোমালিয়ান জলদস্য়ুরা। তাদের হাতে ছিল আগ্নেয়াস্ত্র। ১২ ঘণ্টার রুদ্ধশ্বাস লড়াইয়ের পর জলদস্যুদের কবল থেকে মুক্ত করা হয় ইরানি ভেসেলটিকে। ২৩ জন পাকিস্তানিকেও উদ্ধরা করা হয়। পাশাপাশি গ্রেফতার করা হয় নয় জলদস্যুকেও। নৌসেনার তরফে তাদের ভারতে নিয়ে আসা হয়েছে।

    পাকিস্তানিদের মুখে 'ইন্ডিয়া জিন্দাবাদ' স্লোগান

    ভারতীয় নৌসেনার সৌজন্য়ে জলদস্যুদের কবল থেকে মুক্তি পেয়ে বার্তা দিয়েছেন ওই পাকিস্তানিরাও। তাঁদের চোখে-মুখে আনন্দের ছাপ। পুরো ঘটনার বর্ণনা করে তাঁরা জানিয়েছেন, কী ভাবে তাঁদের উদ্ধার করে ভারতীয় নৌ সেনা। এরই পাশাপাশি ভারতীয় নৌসেনাকে ২৩ পাকিস্তানি ধন্যবাদ জানিয়েছেন। সব শেষে তাঁদের গলায় শোনা গিয়েছে 'ইন্ডিয়া জিন্দাবাদ' স্লোগান।
  • Link to this news (এই সময়)