দলের মধ্যে থেকে আগেই প্রতিবাদ হয়েছে বারাসতের বিজেপি প্রার্থী স্বপন মজুমদারকে নিয়ে। মাদক পাচার মামলায় যুক্ত প্রার্থীকে চাইছেন না স্থানীয় বিজেপি কর্মীরা, এরকম পোস্টার নিয়ে হয় বিতর্ক। তবে, এটিকে তৃণমূলের ষড়যন্ত্র বলে দাবি করেন বিজেপি প্রার্থী। এবার বিজেপি প্রার্থীর বিরুদ্ধে গেলেন বারাসতের গতবারের বিজেপি প্রার্থী।'প্রচারেও নামবো না, বিজেপিকে ভোট দেব না, অন্য কাউকে দেব।' বারাসাতে স্বপন মজুমদারের প্রার্থী হওয়া নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন গত লোকসভা ভোটে বারাসাতের বিজেপি প্রার্থী ড: মৃণাল কান্তি দেবনাথের। গত কয়েকদিন ধরে বারাসাতের বিজেপি প্রার্থী স্বপনকে নিয়ে অস্বস্তি বেড়েই চলেছে দলের নেতাকর্মীদের। এবার মুখ খুললেন বারাসাত লোকসভা কেন্দ্রের ২০১৯ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা বিজেপি প্রার্থী ড: মৃণাল কান্তি দেবনাথ।
হাবড়ায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি নেতা মৃণাল কান্তি দেবনাথ জানান, স্বপন মজুমদার নিয়ে যা শুনছি তাতে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলে বিজেপিকে ভোট দেওয়া যাবে না। আমি নিজে প্রচারেও নামব না। তাঁর আরও ক্ষোভ, গত তিন বছরে দলের সভা সমিতিতে তাঁকে ডাকা হতো না। এবারেও প্রার্থীর জন্য তিনি দলের সঙ্গে দলীয় নেতৃত্বদের সঙ্গে যোগাযোগ করেছিলেন। লিখিত আবেদনপত্র জমা দিয়েছিলেন।
তবে তাঁকে প্রার্থী না করা নিয়ে দুঃখ নেই তিনি ভেবেছিলেন হয়তো তিনবারের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার এর বিপক্ষে ভালো কাউকে ক্যান্ডিডেট করা হচ্ছে। তবে স্বপনকে বিজেপি প্রার্থী করায় তিনি যে হতাশ তা এদিন তার কথাতেই প্রকাশ করলেন। প্রসঙ্গত, বিজেপি প্রার্থী স্বপন মজুমদারের বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগ রয়েছে। তাঁর শিক্ষাগত যোগ্যতা নিয়েও সন্দেহ রয়েছে। বিগত নির্বাচনে হলফনামায় তিনি ‘মিথ্যা’ তথ্য দিয়েছেন, এমনই অভিযোগ করে সরব হন বিজেপি কর্মীরা। এমনকি, বারাসতের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে তাঁরা নির্বাচন কমিশনের দ্বারস্থ হন।
জানা যায়, অশোকনগরের বিজেপির কো-ইনচার্জ সুভাষচন্দ্র রায় এবং অশোকনগরের বিজেপি নেত্রী উৎপলা বিশ্বাস কমিশনের কাছে অভিযোগ জানান। অভিযোগ জানিয়ে বিজেপি প্রার্থী স্বপন মজুমদারের বিরুদ্ধে চিঠি পাঠান। সেখানে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে ওঠা অভিযোগ যাচাই করার জন্য কমিশনে আবেদন জানানো হয়। চিঠিতে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠনের অনুরোধও জানানো হয়েছে।