• নতুন সমস্যায় শাহজাহান, এবার ইডি'র হাতে গ্রেপ্তার
    আজকাল | ৩১ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: নতুন সমস্যায় শেখ শাহজাহান। আর্থিক মামলার তদন্তে এবার তাঁকে গ্রেপ্তার করল ইডি। আদালতের থেকে অনুমতি নিয়ে শনিবার ইডি আধিকারিকরা শাহজাহানকে জিজ্ঞাসাবাদ করতে বসিরহাট জেলে যান। সেখানেই জিজ্ঞাসাবাদে সন্তুষ্ট না হয়ে তাঁকে গ্রেপ্তার করে ইডি। তবে গ্রেপ্তার হলেও শাহজাহান আপাতত জেলেই থাকবেন। পরবর্তী সময়ে তাঁকে নিজেদের হেফাজতে নিতে পারে ইডি। উল্লেখ্য, রাজ্য পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পর আদালতের নির্দেশে তাঁকে সিবিআইয়ের হাতে তুলে দেয় পুলিশ। শনিবার বিকেলে তাঁকে গ্রেপ্তার করল ইডি। রেশন দুর্নীতির তদন্তে গত ৫ জানুয়ারি সন্দেশখালিতে শাহজাহানের বাড়িতে অভিযান চালাতে যান ইডি আধিকারিকরা। কিন্তু তাঁরা বাড়ির ভেতর ঢুকতে পারেননি। মার খেয়ে তাঁদের ফিরে আসতে হয়। অভিযোগ, শাহজাহানের নির্দেশে ইডি আধিকারিকদের ওপর চড়াও হয় তাঁর লোকজন। শাহজাহানের খোঁজ মেলেনি। ঘটনায় তোলপাড় হয় রাজ্য রাজনীতি। দীর্ঘদিন লুকিয়ে থাকার পর শেষপর্যন্ত রাজ্য পুলিশের হাতে গ্রেপ্তার হয় সন্দেশখালির এই বেতাজ বাদশা। রেশন দুর্নীতি ছাড়াও শাহজাহানের বিরুদ্ধে ওঠা মাছের ব্যবসা সংক্রান্ত একটি দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু করেছে ইডি। জানা গিয়েছে, এই মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদ করার সময় কোনও সন্তোষজনক ব্যাখ্যা ইডি পায়নি। তাই শেষপর্যন্ত তাঁকে গ্রেপ্তারের সিদ্ধান্ত নেওয়া হয়।
  • Link to this news (আজকাল)