• মানবকেন্দ্রিক কম্পিউটিং নিয়ে আলোচনা সভা
    আজকাল | ৩১ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: কলকাতায় অনুষ্ঠিত হল হিউম্যান সেন্ট্রিক কম্পিউটিং নিয়ে আলোচনা সভা। দ্য কম্পিউটার স্যোসাইটি অফ ইন্ডিয়ার কলকাতা শাখা এবং সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে এই আয়োজন করা হয়। থিম " সোসাইটি ৫.০"। উপস্থিত ছিলেন এস এন ইউর উপাচার্য ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায়, ইন্ডিয়ান স্ট্যাটিসটিকাল ইন্সটিটিউটের ডেপুটি ডিরেক্টর প্রফেসর দীপ্তি প্রসাদ মুখার্জি, কম্পিউটার স্যোসাইটি অফ ইন্ডিয়ার সদস্য ড. জ্যোতিশেখর ব্যানার্জি, ইসরোর বিজ্ঞানী ড. দেবাশিস চক্রবর্তী প্রমুখ। এই অনুষ্ঠানের উদ্দেশ্য হল মানবকেন্দ্রিক কম্পিউটিং নিয়ে পিএইচডি ছাত্রদের একটি জায়গা করে দেওয়া। পাশাপাশি যারা এই বিষয়টি নিয়ে গবেষণা করছেন, তাঁদের অভিজ্ঞতা যাতে সকলের সঙ্গে ভাগ করে নেওয়া যায় তার ব্যবস্থা করা। এই বছর এই অনুষ্ঠানে অভূতপূর্ব সাড়া মিলেছে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ৫০ টির বেশি গবেষণাপত্র এখানে জমা পড়েছে। এগুলো নিয়ে বই  প্রকাশ করা হবে।
  • Link to this news (আজকাল)