INDIA Mega Rally : 'কেজরিওয়াল সিংহ! BJP পেরে উঠবে না', হুঁংকার স্ত্রী সুনীতার, বাংলা থেকে বার্তা মমতারও
এই সময় | ৩১ মার্চ ২০২৪
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সমর্থনে মেগা ব়্যালি। উপস্থিত ইন্ডিয়া জোটের তাবড় নেতারা। মঞ্চ থেকে স্বামীর বার্তা পড়ে শোনালেন স্ত্রী সুনীতা কেজরিওয়াল।কী বললেন কেজরি পত্নী?'অরবিন্দ কেজরিওয়াল সিংহ। BJP বেশিদিন ওকে জেলবন্দি করে রাখতে পারবে না।' জেল থেকে পাঠানো স্বামীর চিঠি পড়লেন সুনীতা কেজরিওয়াল। জেল থেকেই লোকসভা নির্বাচনের জন্য ছ'টি গ্যারান্টির বার্তা পাঠিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। স্বামীর সেই বার্তা ইন্ডিয়া জোটের মেগা ব়্যালির মঞ্চ থেকে জনগণের উদ্দেশে পড়ে শোনালেন সুনীতা কেজরিওয়াল। তিনি বলেন, 'আপনাদের প্রিয় কেজরিওয়াল জেল থেকে এই বার্তা পাঠিয়েছেন। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমার স্বামীকে জেলবন্দি করেছেন। আপনারা বলুন, প্রধানমন্ত্রী কি ঠিক কাজ করেছেন? আপনারা বিশ্বাস করেন, কেজরিওয়াল একজন সৎ দেশভক্ত? BJP-র নেতারা বলছেন, আমার স্বামীর উচিত দিল্লির মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করা। আপনারা কি মনে করেন? আপনাদের কেজরিওয়াল সিংহ। তাঁকে বেশিদিন জেলবন্দি করে রাখা যাবে না।'
জেলবন্দি কেজরিওয়ালের বার্তা'আমি আপনাদের কাছে ভোট চাইছি না। ১৪০ কোটি ভারতবাসীকে আহ্বান জানাচ্ছি, আপনারা নয়া ভারত গড়ে তুলুন। ভারত একটি মহান দেশ। হাজার হাজার বছরের পুরনো সংস্কৃতি রয়েছে আমাদের। জেল থেকে আমি ভারতমাতার কথা স্মরণ করছি। তিনি কষ্টে রয়েছেন। চলুন নতুন ভারত গড়ি। ইন্ডিয়া জোটকে যদি সুযোগ দেওয়া হয় আমরা নতুন ভারত গড়তে সক্ষম হব। ইন্ডিয়া জোটের তরফে আমি সেই ছয় গ্যারান্টি আপনাদের সামনে রাখছি।'
কেজরির ৬ গ্যারান্টি২৪X৭ বিদ্যুৎ পরিষেবাদেশের গরিবদের জন্য বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবাইন্ডিয়া জোটকে ক্ষমতায় আনলে প্রত্যেক এলাকায় সরকারি স্কুল তৈরি করা হবে। গরিব, ধনী সকল পরিবারের সন্তানের জন্যই সমান শিক্ষা ব্যবস্থা থাকবে।প্রত্যেক গ্রামে মহল্লা ক্লিনিক তৈরি হবে। মাল্টি স্পেশ্যালিটি হাসপাতাল নির্মাণ করা হবে। প্রত্যেক মানুষকে সঠিক এবং বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়া হবে।স্বামীনাথন রিপোর্ট মোতাবেক কৃষকদের ন্যূনতম সহায়ক মূল্য দেওয়া হবে।দিল্লিকে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়া হবে।
মমতার বার্তাএদিকে, ইন্ডিয়া জোটের দিল্লির মেগা ব়্যালিতে যোগদান না করলেও কেজরিওয়ালের গ্রেফতারির বিরোধিতায় বাংলা থেকে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের নির্বাচনী সভামঞ্চ থেকে রবিবার মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'অরবিন্দ কেজরিওয়ালকে ওরা গ্রেফতার করেছে ঠিকই। কিন্তু, ওকে থামিয়ে দিতে পারবে না। জেল থেকে বসেই দেশের সেবা করছেন কেজরিওয়াল।'