• Election Commission: অবাধ ও শান্তিপূর্ণ ভোট করতে মরিয়া কমিশন, বুথ ফেরত সমীক্ষার সময় নিয়ে বড় নির্দেশিকা জারি
    এই সময় | ৩১ মার্চ ২০২৪
  • লোকসভা নির্বাচনের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। আগামী ১৯ এপ্রিল থেকে শুরু প্রথম দফার নির্বাচন। নির্বাচন কমিশন অবাধ ও শান্তিপূর্ণ ভোট করতে মরিয়া। ইতিমধ্যেই কেন্দ্র ও রাজ্যের একাধিক এজেন্সিকে নামানো হয়েছে ময়দানে। কেন্দ্রীয় বাহিনীকে মোতায়েন করা হয়েছে বাংলা সহ দেশের একাধিক রাজ্যে।এবার আরও এক বড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। বুথ ফেরত সমীক্ষা বা Exit Poll-এর উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে নির্বাচন কমিশনের তরফে। ইতিমধ্যেই এই বিষয়ে নির্বাচনে কমিশনের তরফে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তিও ইস্যু করা হয়েছে। জাতীয় নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৯ এপ্রিল অর্থাৎ প্রথম দফার নির্বাচনের দিন সকাল ৭টা থেকে বুথ ফেরত সমীক্ষার উপর নিষেধাজ্ঞা জারি হবে। নির্দেশ বলবত থাকবে ১ জুন সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত। অর্থাৎ সপ্তম তথা শেষ দফার নির্বাচন ১ জুন পর্যন্ত বুথ ফেরত সমীক্ষা করা যাবে না। এই সময়সীমার মধ্যে সব লোকসভা কেন্দ্রে বুথ ফের সমীক্ষা প্রকাশ ও সম্প্রচার নিষিদ্ধ থাকবে বলে জানানো হয়েছে নির্বাচন কমিশনরে তরফে।

    অন্যদিকে, সব রাজ্যে নির্বাচনের ৪৮ ঘণ্টা আগে ওপিনিয়ন পোল তথা জনমত সমীক্ষা বা অন্য কোনও সমীক্ষা সম্প্রচারেও নিষেধাজ্ঞা থাকবে বলেও কমিশনের তরফে নির্দেশ জারি হয়েছে।

    উল্লেখ্য, ভারতে লোকসভা নির্বাচন শুরু হতে চলেছে ১৯ এপ্রিল থেকে। শেষ হবে ১ জুন। ভোট গণনা ৪ জুন। ৪৪ দিনে সাত দফায় হবে ভোট বলে ঘোষণা করা হয়েছে কমিশনের তরফে।

    লোকসভা নির্বাচনের তারিখ, রইল ১০ বাছাই পয়েন্ট

    প্রথম দফা (১৯ এপ্রিল): ২১টি রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল ১০২টি নির্বাচনী এলাকায় ভোট।

    দ্বিতীয় দফা (২৬ এপ্রিল): ১২টি রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল ৮৯টি নির্বাচনী এলাকায় ভোট।

    তৃতীয় দফা (৭ মে): ১২টি রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল ৯৪টি নির্বাচনী এলাকায় ভোট রয়েছে।

    বাংলায় কবে কোথায় ভোট?

    দফাতারিখকোথায় ভোট ?প্রথম দফা১৯.০৪.২০২৪উত্তরবঙ্গে ৪ কেন্দ্রে ভোট, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িদ্বিতীয় দফা২৬.০৪.২০২৪রায়গঞ্জ, বালুরঘাট, দার্জিলিংতৃতীয় দফা৭.০৫.২০২৪মালদা উত্তর, মালদা দক্ষিণ, মুর্শিদাবাদ, বহরমপুরচতুর্থ দফা১৩.০৫.২০২৪কৃষ্ণনগর, রানাঘাট, বোলপুর, বীরভূমপঞ্চম দফা২০.০৫.২০২৪শ্রীরামপুর, ব্যারাকপুর, বনগাঁ, বসিরহাট, হাওড়া. উলুবেড়িয়া, হুগলিষষ্ঠ দফা২৫.০৫.২০২৪পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর, কাঁথি, তমলুকসপ্তম দফা০১.০৬.২০২৪কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, দমদম, বারাসাত, বসিরহাট, জয়নগর, ডায়মন্ড হারবার, মথুরাপুর, যাদবপুরএবার ৯৭ কোটিরও বেশি যোগ্য ভোটার এবং ৫৪৩টি লোকসভা আসন রয়েছে। লোকসভা নির্বাচনের পাশাপাশি, একই সময়ে অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, ওড়িশা এবং সিকিমের বিধানসভা নির্বাচন হচ্ছে। পৃথকভাবে, ৪৪ দিনের মধ্যে ১২টি রাজ্যের ২৫টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনও হবেয
  • Link to this news (এই সময়)