Fact Check : লোকসভার টিকিট না পেয়ে হাউ হাউ করে কান্না কেন্দ্রীয় মন্ত্রীর? অশ্বিনী চৌবের ভাইরাল ভিডিয়ো সম্পূর্ণ ভুয়ো
এই সময় | ৩১ মার্চ ২০২৪
লোকসভা ভোটের জন্য প্রায় ৪০০ আসনে প্রার্থী ঘোষণা করে ফেলেছে BJP। আটটি তালিকা প্রকাশ পেয়েছে এখনও পর্যন্ত। যার মধ্যে অনেক বর্তমান সাংসদের নামই কাটা পড়েছে। বিহারের বক্সার আসন থেকে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী চৌবের নামও বাদ পড়েছে। এরপরই কি তিনি কান্নায় ভেঙে পড়েন? সত্যিই কি লোকসভার টিকিট না পেয়ে কেঁদে ফেলেন মন্ত্রী?কী ভাইরাল হয়েছে?সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বিহারের বক্সার আসনের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী চৌবের একটি ভিডিয়ো ভাইরাল হয়। ২৮ সেকেন্ডের সেই ভিডিয়োতে দেখা গিয়েছে, BJP-র এই বর্ষীয়ান নেতা প্রেস কনফারেন্সের সময় হাউ হাউ করে কাঁদছেন। নেটিজেনদের দাবি, বক্সার লোকসভা আসন থেকে পুনরায় টিকিট না পেয়ে চোখের জল ধরে রাখতে পারেননি তিনি।
Ashwini Choubey : ভাইরাল পোস্ট
RJD-র যুব দলের সোশ্যাল মিডিয়া ম্যানেজার অলোক চিক্কু এক্স হ্যান্ডেলে একটি ভিডিয়ো পোস্ট করেন। তাঁর বক্তব্য, 'অশ্বিনী চৌবের চোখের জলের বদলা নেবে ব্রাহ্মণ সমাজ। অশ্বিনী চৌবেকে টিকিট না দিয়ে BJP বিহারের সম্পূর্ণ ব্রাহ্মণ সমাজকে অপমান করেছে। ব্রাহ্মণ সমাজের জাত্যাভিমান রয়েছে। এমন দলকে ব্রাহ্মণরা কখনও ভোট দেবে না যাকে সকলের সামনে চোখের জল ফেলতে বাধ্য করা হয়েছে।' পাশাপাশি Rolf Lalu নামে একটি এক্স হ্যান্ডেল অ্যাকাউন্ট থেকেও অশ্বিনী চৌবের এই ভিডিয়ো ভাইরাল হয়েছে। যেখানে ক্যাপশনে লেখা হয়েছে, 'বক্সার থেকে অশ্বিনী চৌবের টিকিট কেটে দেওয়া হয়েছে। চৌবেজি কান্নায় ভেঙে পড়েন। তবে তিনি দলের বিরুদ্ধে কখনও কথা বলবেন না। অথবা দলবদলও করবেন না। অসন্তোষ প্রকাশও করবেন না। শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে একটা শব্দও বলতে পারবেন না তিনি। এক দু'দিনের মধ্যে চৌবেজি রাজনীতি থেকে সন্ন্যাস নেওয়ার কথা ঘোষণা করবেন।'
অনুসন্ধানফ্যাক্ট চেক অনুসন্ধানের মাধ্যমে ভিডিয়োটির সত্যতা যাচাই করা হয়। ভিডিয়োটির সত্যতা যাচাই করার জন্য প্রথমে সেটিকে ভালো করে পর্যবেক্ষণ করা হয়। তারপর উপযুক্ত কিওয়ার্ডের সাহায্যে গুগল সার্চ করা হয়। এরপরই ইন্ডিয়া টিভি সংবাদমাধ্যমের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এই ভিডিয়ো সংক্রান্ত একটি প্রতিবেদন নজরে পড়ে। ১৬ জানুয়ারি ২০২৩ সালে সেই ভিডিয়োটি ইউটিউবে আপলোড করা হয়েছিল। যা অনুযায়ী, BJP নেতা অশ্বিনী চৌবে পটনায় নীতীশ কুমার সরকারের বিরুদ্ধে প্রেস কনফারেন্স করছিলেন। সে সময় একটি খবর শুনে মিডিয়ার সামনেই কেঁদে ফেলেন তিনি। পরে অশ্বিনী চৌবে নিজেই জানান, তাঁর ভাইয়ের ন্যায় প্রিয় BJP নেতা পরশুরাম চতুর্বেদীর হার্ট অ্যাটাকে হওয়া মৃত্যুর খবর পেয়ে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন।
অনুসন্ধানের সময় হিন্দি নিউজ ওয়েবসাইট এনডিটিভি ইন্ডিয়ার একটি প্রতিবেদনও নজরে পড়ে। ২৩ জানুয়ারি ২০২৩ সালের প্রকাশিত সেই প্রতিবেদনে উল্লেখ করা হয়, বিহারের বক্সারের সাংসদ অশ্বিনী চৌবে মিডিয়ার সামনে কৃষকদের কথা বলতে বলতে আচমকা কেঁদে ফেলেন। বক্সারে কৃষকদের সমর্থনে উপবাস করার পর পটনার জনপ্রিয় কেন্দ্রীয় মন্ত্রী জানান, তিনি BJP নেতা পরশুরাম চতুর্বেদীর মৃত্যুর খবর শুনে অত্যন্ত মর্মাহত হয়ে পড়েন। তিনি আরও জানান, পরশুরাম চতু্র্বেদী চারদিন ধরে না খেয়ে অনশন স্থলে কৃষকদের সমর্থনে তাঁর পাশে ছিলেন। হিন্দি নিউজ ওয়েবসাইট দৈনিক জাগরণেও এই একই খবর প্রকাশিত হয়।
Ashwini Choubey : ভাইরাল ভিডিয়োর সত্যতা
সত্যিটা কী?অতএব এই ভাইরাল ভিডিয়োটি সম্পূর্ণ ভুয়ো। তথ্য অনুসন্ধান করে দেখা গিয়েছে, ভাইরাল ভিডিয়োটি ২০২৩ সালের জানুয়ারি মাসের। সে বছর ১৬ জানুয়ারি অশ্বিনী চৌবে একটি প্রেস কনফারেন্স করেছিলেন। সেখানে হাউ হাউ করে কাঁদতে দেখা গিয়েছিল তাঁকে। কারণ BJP নেতা পরশুরাম চতুর্বেদীর মৃত্যুর খবর পেয়ে চোখের জল ধরে রাখতে পারেননি তিনি। অশ্বিনী চৌবেকে লোকসভার টিকিট না দেওয়ার সঙ্গে এই ভিডিয়োর কোনও যোগসূত্র নেই।