Lok Sabha Election 2024 : টিকিট না পেয়ে অনশনে কংগ্রেস নেতা! বড় আশ্বাসে অবস্থান বদল
এই সময় | ৩১ মার্চ ২০২৪
২০২৪ সালের লোকসভা নির্বাচনের জন্য বিলাসপুর লোকসভা কেন্দ্রে ভিলাইয়ের বিধায়ক দেবেন্দ্র যাদবকে প্রার্থী হিসেবে মনোনীত করা হয়। সেখান থেকেই শুরু প্রতিবাদের। বিলাসপুরের প্রার্থীর নাম শুনেই প্রতিবাদে সরব হন আরেক কংগ্রেস নেতা জগদীশ কৌশিক।প্রতিবাদে বিলাসপুর জেলা কার্যালয়ের সামনে অনশনে বসেন তিনি। খবর পেয়ে বুধবার কংগ্রেস নেতা তথআ কোটার বিধায়ক অটল শ্রীবাস্তব সহ অন্যান্য নেতারা তাঁকে বোঝান তবে তাতে কোনও কাজ হয়নি। জগদীশ কৌশিক অভিযোগ করেন যে দলের প্রতি তাঁর আনুগত্য এবং কঠোর পরিশ্রমের যথাযথ মূল্য দেওয়া হয়নি। তাঁর সঙ্গে ন্যায়বিচরকরা হয়নি বলে অভিযোগ করেন তিনি। জানিয়ে দেন ন্যায়বিচার না পাওয়া পর্যন্ত অনশন বিক্ষোভ চলবে। এরপর দুই ছেলেকে নিয়ে কংগ্রেস ভবনে আসেন তাঁর স্ত্রী। স্বামীর সঙ্গে অন্যায় আচরণের প্রতিবাদে স্বামীর সঙ্গে অনশনে বসার হুমকি দেন তিনি। এরপর কংগ্রেস ভবনের সামনে বসে পড়ে ওই কংগ্রেস নেতার গোটা পরিবার।
ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ছুটে যান কংগ্রেস জেলা সভাপতি বিজয় কেশওয়ানি। এছাড়াও জগদীশ কৌশিকের সঙ্গে দেখা করেন কংগ্রেসের অন্যান্য সিনিয়র নেতারাও। জগদীশ কৌশিকের দাবিগুলি বিবেচনার আশ্বাস দেন তাঁরা। একইসঙ্গে দলের একটি গুরুত্বপূর্ণ পদ তাঁকে দেওয়ার আশ্বাসদেন তাঁরা। দাবি পুনর্বিবেচনার আশ্বাস পেয়ে ২৯ মার্চ অবশেষে অনশন প্রত্যাহার করেন জগদীশ কৌশিক। তাঁর অনশন ভাঙার খবর পেয়ে সেখানে পৌঁছে যান বিলাসপুরের লোকসভা প্রার্থী তথা বিলাইয়ের বিধায়ক দেবেন্দ্র যাদব এবং তাঁর সমর্থকেরা। তিনি হাতে করে জগদীশ কৌশিককে রস খাওয়ান এবং আসন্ন নির্বাচনে তাঁর সহযোগিতা প্রার্থণা করে আলোচনায় বসার জন্য আবেদন জানান।
দলের জন্য অক্লান্ত পরিশ্রমের পরও দেবেন্দ্র যাদবকে লোকসভার প্রার্থী হিসেবে ঘোষনা করা হল কেন তা নিয়ে প্রতিবাদে সরব হন কংগ্রেস নেতা তথা প্রাক্তন গোদরি নগর পঞ্চায়েত সভাপতি জগদীশ কৌশিক। দলের জন্য তাঁর মেহনতের উপর জোর দিয়ে দলীয় নেতাদের প্রশ্ন করেন তাঁর পরিবারও।
কংগ্রেস লোকসভা নির্বাচনের জন্য ৪৬ জন প্রার্থীর চতুর্থ তালিকা প্রকাস করেছে। যেখানে দিগ্বিজয় সিং, অজয় রাইয়ের মতো বিশিষ্ট নাম রয়েছে। এছাড়াও রাজস্থান এবং তামিলনাড়ুর জন্য যষ্ঠ লোকসভা তালিকা প্রকাশ করেছে। যেখানে প্রহ্লাদ গুঞ্জাল এবং থারাহাই কুথবার্টের মতো নতুন প্রার্থীদের পরিচয় করানো হয়েছে। আসন্ন নির্বাচনে জোর দেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ নির্বাচনী এলাকাগুলোর উপর ।