• Lok Sabha Election 2024: প্রার্থী ঘোষণার আগেই বুকিংয়ের হিড়িক! প্রচারে সবচেয়ে বেশি হেলিকপ্টারের চাহিদা কোন দলের?
    এই সময় | ৩১ মার্চ ২০২৪
  • এ যেন বিয়ের দেড় বছর আগে থেকে বাড়ি বুকিংয়ের মতো! লোকসভা নির্বাচনে এখনও সব দলের তরফে প্রার্থীই ঘোষণা হয়নি, এরই মধ্যে চার্টার্ড প্লেন ও হেলিকপ্টারের বুকিং পাওয়া প্রায় দুঃসাধ্য। বেশিরভাগই 'অলরেডি বুকড'। প্রার্থী ঘোষণা না হলেও তড়িঘড়ি বিমান ও চার্টার্ড প্লেন বুক করে রেখেছে রাজনৈতিক দলগুলি, পরে যদি আর বুক করার সুযোগ না মেলে সেই আশঙ্কায়!দুয়ারে কড়া নাড়ছে লোকসভা নির্বাচন। প্রথম দফায় ভোট শুরু হতে আর এক মাসও দেরি নেই। নির্ঘণ্ট প্রকাশের আগে থেকেই স্ট্র্যাটেজি নির্ধারণ করে ভোট-ময়দানে ঝাঁপিয়েছে রাজনৈতিক দলগুলি। নির্ঘণ্ট প্রকাশের বেড়েছে উত্তেজনার পারদ। বেড়েছে প্রচারেও বহরও।

    লোকসভা নির্বাচনে প্রচারের জোরদার শুরু করেছে রাজনৈতিক দলগুলি। বিশেষ করে লোকসভা প্রচারে কোমর বেঁধে নেমে পড়েছে কেন্দ্রের শাসক দল। প্রচার ও অন্যান্য নির্বাচন সংক্রান্ত কাজের জন্য চার্টার্ড প্লেন এবং হেলিকপ্টার বুকিংয়ের হিড়িক পড়ে গিয়েছে। কোনও ভাবেই প্রচার কাজে হেলিকপ্টার-চাটার্ড প্লেন হাতছাড়া হোক চাইছে না শাসক-বিরোধী কোনও শিবির। বুকিংয়ে তাই লম্বা লাইন! এরই মধ্যে করে কেন্দ্রের শাসক দলের বিরুদ্ধে অভিযোগ, তারাই সব চার্টাড প্লেন ও হেলিকপ্টার 'হাইজ্যাক' করে নিচ্ছে। বিরোধীদের বুকিংয়ের সুযোগ প্রায় নেই বললেই চলে। ফলে বিজেপি বাদে অন্য়ান্য দল ও প্রার্থীরা বুকিংয়ে ক্ষেত্রে কম সুযোগ পাচ্ছেন।

    চলতি বছরের লোকসভা নির্বাচনের সবচেয়ে বেশি চার্টার্ড প্লেন ও হেলিকপ্টার বুকিং হবে বলে আশা ছিল। রাজনৈতিক দলগুলির তরফে চলছে বুকিং। তবে বেশ কিছু কোম্পানি ও ব্যক্তিগত ভাবেও অনেকে এই চার্টাড বিমান ও হেলিকপ্টার বুক করেছেন। তাঁদের মধ্যে কয়েকজন প্রার্থীও রয়েছেন। এখনও পর্যন্ত বিজেপি, কংগ্রেস ও অন্যান্য দলগুলির তরফে সম্পূর্ণ প্রার্থী তালিকাই প্রকাশ করা হয়নি। অথচ তার আগেই চার্টার্ড প্লেন এবং হেলিকপ্টারগুলির অগ্রিম বুকিং 'ফুল'। অন্যান্য কাজে বিমান বা হেলিকপ্টার ভাড়া পাওয়া এখন প্রায় দুঃসাধ্য।

    কোন কোম্পানির হেলিকপ্টার সবচেয়ে বেশি বুকিং?

    পবন হংস কোম্পানির হেলিকপ্টার সবচেয়ে বেশি বুক করা হয়েছে নবভারত টাইমসের একটি প্রতিবেদন অনুযায়ী, পবন হংসের ২০টিরও বেশি হেলিকপ্টার বুক করা হয়েছে। এগুলির মধ্যে বেশিরভাগই বুক করেছে বিজেপি। পবন হংসের সূত্রে মারফত খবর, তাদের বহরে প্রায় ৪৫টি হেলিকপ্টার রয়েছে। হেলিকপ্টার পরিষেবা প্রদানকারী অন্যান্য সংস্থাগুলির তরফে জানানো হয়েছে তাদের বেশিরভাগ হেলিকপ্টার ইতিমধ্যে বুকড। এখনও নির্বাচনী প্রচারের জন্য বুকিংয়ের অনুরোধ এলেও তা কখনও কখনও ফিরিয়ে দিতে হচ্ছে। কারণ স্লট পাওয়া যাচ্ছে না। আগে থেকেই হেলিকপ্টার নির্দিষ্ট স্লটে বুক করে রেখে দিয়েছে একাধিক রাজনৈতিক দল।

    নির্বাচন কমিশনের নজর

    নির্বাচনের সময় চার্টার্ড প্লেন ও হেলিকপ্টার ব্যবহারের দিকেও নজর রাখছে নির্বাচন কমিশন । ভারতের নির্বাচন কমিশনও এই বিষয়ে সতর্ক রয়েছে। প্রধান নির্বাচন কমিশনার রাজীব কুমার এই কারণে সব বিমানবন্দর, এয়ারলাইনস এবং এভিয়েশন সেক্টর সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দিয়েছেন। উদ্দেশ্য হল নির্বাচনের সময় চার্টার্ড প্লেন ও হেলিকপ্টারের মাধ্যমে অর্থ আদান-প্রদানসহ অন্যান্য ধরনের অপব্যবহার রোধ করা। এ জন্য দেশের ছোট-বড় সব বিমানবন্দর ও হেলিপোর্টে এ ধরনের প্রতিটি টেক-অফ ও ল্যান্ডিং পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রয়োজনীয় নির্দেশিকাও দেওয়া হয়েছে সমস্ত রাজ্যের সিইও এবং জেলার ডিএম এবং এসএসপিদের।
  • Link to this news (এই সময়)