গোপাল ভাঁড়কে হত্যার ছক মহারাজা কৃষ্ণচন্দ্রের! রাজ্যের মন্ত্রীর মন্তব্যে বিতর্ক
এই সময় | ৩১ মার্চ ২০২৪
এই সময়, কৃষ্ণনগর: কৃষ্ণচন্দ্রের রাজসভায় গোপাল ভাঁড় সত্যিই ছিলেন? নাকি শুধুই কাল্পনিক চরিত্র। এ বিতর্ক আরও উসকে দিয়েছেন রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। শুক্রবার রাতে কৃষ্ণনগরে গোপাল ভাঁড় মেলার উদ্বোধন করতে গিয়ে নদিয়া রাজার দিকেই কামান দেগেছেন মন্ত্রী।কৃষ্ণচন্দ্রের নাম না করে তিনি বলেছেন, 'আমাদের এই গোপাল ভাঁড়কে হত্যা করার জন্য সবচেয়ে বেশি চক্রান্ত করেছিলেন আমাদের এই রাজা।' উজ্জ্বল নিজে স্বাধীনতা সংগ্রামী বসন্ত বিশ্বাসের ভাইপো। এ কথা মনে করিয়ে ব্রিটিশদের সঙ্গ দেওয়া সেই সময়ের রাজাদের কথা উল্লেখ করে তিনি বলেন, 'যিনি রাজার সুনাম এনে দিয়েছিলেন, সেই রাজা তাঁকে হত্যা করেছিলেন। ইতিহাসের পাতা থেকে এটা কিন্তু আমরা সবাই ভালো করে জানি। আমাদের দুর্নাম যদি কেউ করে থাকেন সেটা আমাদের এই কৃষ্ণনগরের রাজা। আমাদের কৃষ্ণনগরকে ধ্বংস করেছেন। এটা আমাদের কাছে লজ্জার বিষয়।'
কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী তথা নদিয়া মহারাজা কৃষ্ণচন্দ্রের বংশের উত্তরসূরি অমৃতা রায়ের পাল্টা প্রশ্ন, 'এ ধরনের অভিযোগ নিয়ে উনি কোনও ঐতিহাসিক প্রমাণ দিতে পারবেন? ইতিহাস বিকৃত করছেন। রাজবংশের নামে এভাবে কু'কথা বললে প্রয়োজনে মামলা করব।'
গোপাল ভাঁড়কে নিয়ে একটি গবেষণাধর্মী বইয়ের লেখক ও বর্ষীয়ান সাংবাদিক সুজিত রায় বলেন, 'মহারাজা কৃষ্ণচন্দ্র বা রাজবাড়ির অন্য কারও সঙ্গে গোপালের মতানৈক্য ছিল, এরকম তথ্য কোথাও পাইনি। গোপালকে খুন করা হয়েছিল বা খুনের পিছনে যাঁদের চক্রান্ত করেছিলেন ইত্যাদি যাঁরা বলছেন, তাঁরা এই তথ্য কোথা থেকে পেয়েছেন বললে ভালো হয়।'
শনিবার কলকাতা থেকে কৃষ্ণনগরে গোপাল ভাঁড় মেলায় এসেছিলেন মলয়কুমার দাস।। নিজেকে গোপাল ভাঁড়ের ষোলতম বংশধর দাবি করে তিনি বলেন, 'কোনওদিনই এরকম কথা শুনিনি। আমার দাদাঠাকুর নবদ্বীপ কাহিনী নামে একটি বই লিখেছিলেন। তাতেও এসবের উল্লেখ নেই।
উল্লেখ্য, কৃষ্ণনগর রাজপরিবারের সদস্য অমৃতা রায়কে আসন্ন লোকসভা নির্বাচনে কৃষ্ণনগর কেন্দ্রের BJP-র প্রার্থী করা হয়েছে। এরপর থেকেই আলোচনায় উঠে এসেছেন মহারাজা কৃষ্ণচন্দ্র। তিনি ব্রিটিশদের সঙ্গে হাত মিলিয়ে সিরাজউদ্দৌলার বিরুদ্ধে চক্রান্ত করেছিলেন, সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে দেদার পোস্ট শেয়ার হচ্ছে।
বিষয়টি নিয়ে মুখ খুলেছিলেন অমৃতা রায়ও। হিন্দুদের বাঁচাতে পদক্ষেপ করেছিলেন মহারাজা কৃষ্ণচন্দ্র, এমনটাই পালটা মন্তব্য তাঁর। সবমিলিয়ে ভোটবাজারে মহারাজা কৃষ্ণচন্দ্র থেকে শুরু করে গোপাল ভাঁড় প্রসঙ্গ উঠে এসেছে বারংবার।