Lok Sabha Elections 2024: ‘আলোচনা আবার ২০২৯-এ’, প্রার্থী নিয়ে কংগ্রেসের সঙ্গে বিরোধের মাঝে ‘রাফ অ্যান্ড টাফ’ উদ্ধব ঠাকরে
ইন্ডিয়ান এক্সপ্রেস | ৩১ মার্চ ২০২৪
হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন। তারপরই লোকসভা নির্বাচন। বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে কিছুটা ‘অগোছালো’ ইন্ডিয়া জোট। বিরোধী জোট এখনও সারা দেশে লোকসভা আসনের প্রার্থী ঘোষণা করতে পারেনি। মহারাষ্ট্রে, আসন সংক্রান্ত চুক্তি এখনও চূড়ান্ত হয়নি। এর মাঝেই শিবসেনা (ইউবিটি) প্রধান উদ্ধব ঠাকরে রবিবার বলেছেন, ‘পরবর্তী আসন ভাগাভাগি আলোচনা মহারাষ্ট্রে ২০২৯ সালে হবে’। এর মানে হল কংগ্রেস আসন্ন লোকসভা নির্বাচনে সাংলি আসনে উদ্ধবের প্রার্থী দেওয়ার বিষয়ে ‘অসন্তুষ্ট’ হলেও সেখান থেকে কোন ভাবেই নিজের অবস্থান বদল করছেন না উদ্ধব।