• গাজা ভূখণ্ডে আটকে ৯ হাজার রোগী: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
    আজকাল | ৩১ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: গাজা ভূখণ্ডের বিভিন্ন এলাকায় আটকে পড়েছেন প্রায় ৯ হাজার রোগী। এমনটাই জানিয়েছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহানির্দেশক টেড্রাস আধানম ঘেব্রেইসুস। তিনি আরও বলেন, রোগীদের অবিলম্বে চিকিৎসার প্রয়োজন। গাজার চিকিৎসা পরিকাঠামো সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে গেছে। ক্যান্সার, জটিল কিডনির রোগ প্রভৃতি দুরারোগ্য অসুখে অনেকই ভুগছেন। অনেকে আবার যুদ্ধ চলাকালীন আহত হয়েছেন। আহতদের অবিলম্বে গাজা থেকে বের করে আনতে হবে বলেও তাঁর দাবি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহানির্দেশক আরও বলেন, ইতিমধ্যেই ৩৪০০ জনকে ইজরায়েলের অনুমতি সাপেক্ষে বের করে আনা সম্ভব হয়েছে। তিনি দ্রুত বাকিদেরও অনুমতি দেওয়ার জন্য ইজরায়েলি কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছেন।
  • Link to this news (আজকাল)