• বাইডেনকে অপহরণের ভুয়ো ভিডিও পোস্ট, তোপের মুখে ট্রাম্প
    আজকাল | ৩১ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ফের দ্বিতীয়বারের মত মুখোমুখি হচ্ছেন ডেমোক্র্যাট জো বাইডেন এবং রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনকে ‘অপহরণের’ একটি ভুয়ো ভিডিও পোস্ট করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।একটি পিকআপ ট্রাকের পেছনে জো বাইডেন হাত-পা বাঁধা অবস্থায় মেঝেতে শুয়ে আছেন, এমন একটি ভুয়ো ভিডিও ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করেন। প্রায় সাত সেকেন্ডের ভিডিওটিতে দেখা গেছে, বর্তমান প্রেসিডেন্টের একটি ছবি প্রিন্ট করে লাগানো হয়েছে। অর্থাৎ, তাকে অপহরণ করা হয়েছে- এমনটাই বোঝানো হয়েছে ছবিতে। যদিও ছবিটি পুরোপুরি ভুয়ো। এই ঘটনায় ডেমোক্র্যাট সমর্থকেরা ট্রাম্পকে ‘দানব’ বলেও আখ্যা দিয়েছেন। ভিডিও পোস্ট করামাত্রই বাইডেনের সমর্থকদের তোপের মুখে পড়েছেন ট্রাম্প। বাইডেনের যোগাযোগ বিষয়ক পরিচালক মাইকেল টেলর বলেন, শুক্রবার রাতে ট্রাম্পের পোস্ট করা ছবিটি তাঁর বিরোধীদের শারীরিকভাবে ক্ষতি করার ইঙ্গিত। তিনি আরও বলেন, ট্রাম্প প্রতিনিয়তই রাজনৈতিক হিংসাকে উসকে দিচ্ছেন। এখন সময় এসেছে মানুষ তাঁকে বয়কট করবে।
  • Link to this news (আজকাল)