• ১৫৫.৮ কিমি গতিতে বল, আইপিএলের নতুন স্পিডস্টারের আদর্শ কে' ...
    আজকাল | ৩১ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: শনিবাসরীয় রাতে আইপিএলের মঞ্চে জন্ম হয়েছে এক নতুন স্পিডস্টারের। লখনউয়ের হয়ে একাই পাঞ্জাবকে শেষ করে দেন তিনি মায়াঙ্ক যাদব। ওভারের প্রত্যেক বলের গতি ছিল ১৫০ কিলোমিটার প্রতি ঘণ্টার বেশি। ম্যাচের সেরাও হন তিনি। দুর্ধর্ষ গতি। প্রত্যেক বলেই একই গতি বজায় রাখেন। যা দেখে অবাক ধারাভাষ্যকাররা। কয়েক বছর আগে আইপিএলের মঞ্চেই আবির্ভাব হয়েছিল উমরান‌ মালিকের। তবে দুরন্ত গতি থাকলেও লাইন এবং লেন্থ ধরে রাখতে না পারায় বেশিদূর এগোতে পারেননি। তবে মায়াঙ্ক যাদবকে ভবিষ্যতের তারকা মনে করছে ক্রিকেট পণ্ডিতরা। পাঞ্জাবের বিরুদ্ধে দুর্দান্ত বোলিংয়ের পর লখনউয়ের স্পিডস্টার জানিয়ে দিলেন কাকে দেখে অনুপ্রাণিত হন তিনি। তবে সেটা যশপ্রীত বুমরা নন, নয় কোনও ভারতীয় তারকাও। ডেল স্টেইনকে নিজের আদর্শ মানেন তরুণ বোলার। মায়াঙ্ক বলেন, "ফাস্ট বোলারদের মধ্যে আমার একজনই আদর্শ। ডেল স্টেইন। উনিই আমার একমাত্র আইডল।" শুধু ফাস্ট বোলিং নয়, গতি পছন্দ তাঁর। ছোটবেলা থেকেই রকেট, জেট, সুপার বাইক ছিল পছন্দের তালিকায়। সেখান থেকেই জোরে বোলার হওয়ার বীজ বপন হয়। মায়াঙ্ক বলেন, "গতি আমাকে রোমাঞ্চিত এবং উত্তেজিত করে। সাধারণ জীবনেও। যেমন রকেট, প্লেন এবং সুপার বাইক আমার দারুণ লাগে। ছোটবেলায় জেট পছন্দ করতাম। সেখান থেকেই আমি অনুপ্রেরণা পাই।" গতবছরই আইপিএলে হাতেখড়ি হতে পারত তাঁর। কিন্তু চোট বাধা সাধে। কিন্তু এবার শুরুটা দারুণ করেন। চার ওভার বল করে ২৭ রানে তুলে নেন ৩ উইকেট। প্রত্যেক বলেই গতি প্রায় ১৫০ বা তারও বেশি। ২৪ বলের স্পেলে মোট ন"বার ১৫০ কিমি গতি পেরিয়ে যায়। তারমধ্যে একটি বল ১৫৫.৮ কিমিতে করেন। যা চলতি আইপিএলের দ্রুততম বল। আইপিএলের ইতিহাসে দ্রুততম বল শন টেটের। ২০১১ সালে রাজস্থান রয়্যালসের হয়ে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ১৫৭.৭ কিমি গতিতে বল করেন। 
  • Link to this news (আজকাল)