• শান্তির বার্তা বহন করল 'অহিংস রান'
    আজকাল | ৩১ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: রবিবার অনুষ্ঠিত হল জৈন ইন্টারন্যাশনাল ট্রেড অর্গানাইজেশন আয়োজিত "JITO অহিংস রান ২.০।" এদিন সকালে সল্টলেক স্টেডিয়াম সংলগ্ন হোটেল থেকে শুরু হয় এই রান। মূল উদ্দেশ্য ছিল অহিংস প্রচার এবং সব বয়সের মধ্যে স্বাস্থ্য ও ফিটনেস নিয়ে সচেতনতা বৃদ্ধি। প্রধান অতিথি হিসেবে ছিলেন প্রাক্তন ক্রিকেট তারকা অরুণ লাল। এছাড়াও ছিলেন সুনীল কে মেহতা এবং প্রবীর সরকার। তিনটি বিভাগে ভাগ করা হয় এই রান। তারমধ্যে ছিল ৩ কে ফান রান, ৫ কে টাইমড রান এবং ১০ কে টাইমড রান। পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে প্রতিযোগীরা এই ইভেন্টে অংশ নেয়। ১২ বছর থেকে শুরু করে ৮৪ বছরের প্রতিযোগীরা অংশ নেয় এই রানে। অরুণ লাল বলেন, "অহিংস রানের মতো ইভেন্টে অংশগ্রহণ করা শুধুমাত্র শারীরিক ফিটনেস বাড়ায় না, আমাদের সমাজের মধ্যে সহানুভূতিও তৈরি করে।" সংগঠনের ফ্ল্যাগশিপ ইভেন্ট "অহিংস রান" এর তাৎপর্য জানান সংস্থার চেয়ারম্যান ভাবেন কামদার। তিনি বলেন, "এই ইভেন্ট বিশ্বব্যাপী সহানুভূতি এবং কল্যাণ গড়ে তোলার লক্ষ্যে একটি মাইলফলক হবে। আমরা শান্তি এবং ঐক্যের বার্তা বহন করতে চাই।" প্রতি বছরই এই ইভেন্ট আয়োজন করতে চায় সংশ্লিষ্ট সংস্থা। 
  • Link to this news (আজকাল)