• অ্যালকেমিস্ট গোষ্ঠীর ২৯ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি...
    আজকাল | ৩১ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: অ্যালকেমিস্ট গোষ্ঠীর ২৯ কোটি টাকারও বেশী মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এর মধ্যে সংস্থার নামে নথিভুক্ত একটি বিমান, বেশ কয়েকটি ফ্ল্যাট ও জমি রয়েছে। এগুলি হিমাচল প্রদেশ এবং মধ্যপ্রদেশে অবস্থিত। রাজ্যসভার প্রাক্তন তৃণমূল কংগ্রেস সাংসদ কাওয়ার দীপ সিং অ্যালকেমিস্ট গোষ্ঠীর কর্ণধার । লখনউ এবং কলকাতা পুলিশের দায়ের করা অভিযোগের ভিত্তিতে ইডি, অ্যালকেমিস্ট মামলায় তদন্ত শুরু করে। চড়া সুদের হারে টাকা ফেরত দেবার প্রলোভন দেখিয়ে সংস্থাটি সাধারণ মানুষের কাছ থেকে ১ হাজার ৮০০ কোটি টাকার বেশি তুলেছিল বলে ইডির অভিযোগ। এই মামলায় তৃণমূল কংগ্রেসের ১০ কোটি টাকারও বেশি বাজেয়াপ্ত করেছে ইডি।
  • Link to this news (আজকাল)