• শান্তিনিকেতনে বসন্ত উৎসব পালন পূরবীর, নববর্ষের ক্যালেন্ডারে সুচিত্রা-কণিকাকে স্মরণ ...
    আজকাল | ৩১ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: বসন্তোৎসব ও শান্তিনিকেতন কালক্রমে একে অপরের পরিপূরক। সারা বছর নানা উৎসবের মাঝে বসন্তোৎসব তার ফুলে, ফলে, গন্ধে বর্ণে এক অপূর্ব পসরা সাজিয়ে অনন্য স্থান লাভ করেছে। এই বিশেষ উপলক্ষ্যটিকে উদযাপিত করার জন্য "পূরবী" প্রতিবারের মত এবারও আয়োজন করেছিল বসন্ত বন্দনার “বসন্তোৎসব সেকাল ও একাল”। শনিবার বিকেলে পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্রে আয়োজন করা হয়েছিল এই বিশেষ অনুষ্ঠানের। উপস্থিত ছিলেন বিশিষ্ট সঙ্গীত ও নৃত্য প্রতিষ্ঠানের শতাধিক শিল্পীরা। অনুষ্ঠানের সূচনায় প্রদীপ প্রজ্বলন এবং বরেণ্য শিল্পী কনিকা বন্দ্যোপাধায় ও সুচিত্রা মিত্রের জন্মশতবর্ষ উপলক্ষ্যে একটি বাংলা ক্যালেন্ডারের আবরণ উন্মোচন করা হয়। সঙ্গীতে অংশগ্রহণ করেন মন্দিরা মুখোপাধ্যায়, অর্ণবনীল মুখোপাধ্যায়, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডঃ সুরজিৎ রায়। নৃত্যে ছিলেন শুভাশিস ভট্টাচার্য্য, সুস্মিতা ভট্টাচার্য্য ও কলাক্ষেএমের শিল্পীরা। এছাড়াও ছিলেন বিশ্বভারতীর অধ্যাপক ডঃ সুমিত বসু এবং কনিনীকা নৃত্যমন্দিরের শিল্পীরা। অনুষ্ঠানটি পরিচালনা করেন মন্দিরা মুখোপাধ্যায় । পূরবীর কর্ণধার মন্দিরা মুখোপাধ্যায় জানান, "শান্তিনিকেতনে বসন্ত উৎসব এক ঐতিহ্য। তবে সময়ের সঙ্গে পরিবেশ বদলেছে। আমরা মূলত সেকালের উৎসব কি ভাবে হত এবং এর বিবর্তন নিয়ে গানে, নাচে অনুষ্ঠান সাজিয়েছিলাম। একটা আসন্ন বাংলা নববর্ষ উপলক্ষে কণিকা বন্দ্যোপাধ্যায় এবং সুচিত্রা মিত্রের অনেক কম দেখা ছবি দিয়ে ক্যালেন্ডারও প্রকাশ করেছি।"
  • Link to this news (আজকাল)