• এবার ইস্টারে নজর কেড়েছে 'সোনার ডিম'
    আজকাল | ৩১ মার্চ ২০২৪
  • প্রীতি সাহা: রূপকথার গল্প থেকে বেরিয়ে এবার কলকাতার নামি কেকশপের শোকেসে সাজানো সোনার ডিম। শুনতে অবাক লাগলেও সত্যি। ইস্টার সানডে উপলক্ষে "সোনায় মোড়া" ইস্টার এগ তৈরি করেছে পার্ক স্ট্রিটের নামি কনফেকশনারি। দোকানের তরফে জানানো হয়েছে, শুধু দেখে নয়, রসনারও তৃপ্তি করবে এডিবেল গোল্ড দিয়ে তৈরি এই ইস্টার এগ। যার দাম শুরু হাজার টাকা থেকে। উপরে এডিবেল গোল্ড এবং ভিতরে চকলেট বল। এর পাশাপাশি নানা ধরনের রংবেরংয়ের ইস্টার এগ মজুত রয়েছে দোকানে। ইস্টার এগ দিয়ে তৈরি করা হয়েছে কেকও। ম্যানেজার চিরঞ্জীব মাইতি জানান, ৩০০ টাকা থেকে শুরু হয়েছে সেই বিশেষ মিষ্টি ডিম। ৫০০ র বেশি ইস্টার এগ এখনও পর্যন্ত বিক্রি হয়েছে বলে শনিবার দুপুরে জানান ম্যানেজার। ইস্টার এগকে যিশু খ্রিস্টের পুনরুত্থানের প্রতীক বলেই মনে করা হয়। ঔপনিবেশিক সময় থেকেই শহর কলকাতায় আলাদা গুরুত্ব পেয়ে এসেছে ইস্টার সানডে। একইসঙ্গে জনপ্রিয় হয়েছে ইস্টার এগ। সময়ের হাত ধরে বিভিন্ন ধরনের ইস্টার এগ দেখেছে শহরবাসী। চলতি বছরেও তার অন্যথা হল না। রূপে এবং দামে, সবদিক থেকেই এবছরের ইস্টার সানডের শো-স্টপার "সোনার" ইস্টার এগ।
  • Link to this news (আজকাল)