চিনের সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তার শীর্ষে ফুজি। কিন্তু কে এই ফুজি? চিনের পুলিশ প্রায়ই জনগণকে নির্যাতন করার বা কমিউনিস্ট শাসনের কঠোর নিয়ম প্রয়োগ করার কথা বলে। তবে এবার ঠিক এর উল্টোটাই হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় এবার বিপুল জনপ্রিয়তা পাচ্ছে চিনের নতুন এক পুলিশ আধিকারিক।পুলিশে যোগদানের পর চার মাস কাটতে না কাটতেই জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গেছে এই পুলিশ অফিসার। জনপ্রিয়তা এমন আকাশচুম্বী হতে শুরু করেছে যে তাকে চিনের সবচেয়ে জনপ্রিয় পুলিশ অফিসার বলা হয়। তবে যার সম্পর্কে এতো কথা বলা হচ্ছে সেই পুলিশ অফিসার কোনও মানুষ নয়, ছয় মাস বয়সী কুকুর ফুজি।
চিনের সবচেয়ে জনপ্রিয় পুলিশ অফিসার ফুজি। যার অর্থ ভাগ্যবান ছেলে। ছয় মাস বয়সী ফুজি শানডং প্রদেশের পূর্বাঞ্চলীয় শহর ওয়েইফাংয়ের একটি সংরক্ষিত পুলিশ কুকুর। চিনা রাষ্ট্রীয় মিডিয়া অনুসারে, ফুজি চলতি বছরের শুরুতে ওয়েফাং পুলিশের একটি ইভেন্টে প্রদর্শন করে। যার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় প্রচুর দেখা যাচ্ছে। চাইনিজ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম উইবোতে ফুজির একটি ভিডিও ১.৩ মিলিয়নেরও বেশি বার দেখা হয়েছে। একইসঙ্গে এর নামের সঙ্গে যুক্ত হ্যাশট্যাগটি ১৬ মিলিয়ন বার দেখা হয়েছে, যা সোশ্যাল মিডিয়ায় এখন ট্রেন্ডিং।
কুকুরটির নিজস্ব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট রয়েছেচিনের সরকারি গণমাধ্যম দাবি করেছে, ফুজি মাত্র দু'মাস বয়সে তার প্রশিক্ষণ শুরু করে। এখন ছয় মাস বয়সে পুলিশে অন্তর্ভুক্ত অন্যান্য কুকুরদের থেকে অনেক বেশি ভালো পারফর্ম করছে। ফুজির জনপ্রিয়তা দেখে ওয়েইফাং পুলিশ তার নিজস্ব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট তৈরি করেছে। যে অ্যাকাউন্টে ফুজির ভিডিয়ো আপলোড করা হয়েছে। এই সব ভিডিয়োতে ফুজিকে অন্যান্য কুকুরদের সঙ্গে প্রশিক্ষণ নিতে দেখা গেছে। একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে ফুজি একটি গাড়ির নীচে রাখা বিস্ফোরক শনাক্ত করার প্র্যাকটিস করছে। চিনের সরকারি একটি সাংবাদপত্র জানিয়েছে, ফুজির ছোট ছোট পা তাকে অন্যান্য কুকুরদের থেকে আলাদা করে তুলেছে। এর ফলে সে খুব সংকীর্ণ জায়গাতে গিয়েও অনুসন্ধান করতে পারে।
ফুজিকে নিয়ে নানান মজার মন্তব্যচাইনিজ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ওয়েইবোতে ফুজির একটি ভিডিয়ো দেখে একজন ব্যবহারকারী রসিকতা করে লিখেছেন, ফুজির জনপ্রিয়তা সর্বজনীন, কিন্তু ফুজির ছোট পায়ের কারণে অন্য কুকুররা কি তাকে ধমক দেবে? একজন ব্যবহারকারী লিখেছেন, একটি ছোট কুকুরছানা যদি সাধারণ পোশাকে পুলিশের কাজ করে, তবে জার্মান শেফার্ডের তুলনায় লোকেরা কম মনোযোগ দেবে। একই সময়ে কিছু ব্যবহারকারী আবার লিখেছেন, ফুজির দুর্দান্ত কাজের জন্য ঈর্ষান্বিত। কেউ আবার লিখেছেন, শানডংকে দেখুন, এখানে করগি বেবি সিভিল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।