• এক ঝটকায় চাকরিহারা চার হাজারেরও বেশি শিক্ষক! ভোটের মুখে বড় সিদ্ধান্ত
    এই সময় | ৩১ মার্চ ২০২৪
  • লোকসভা ভোটের আগে দুঃসংবাদ। চাকরিহারা হলেন হাজার হাজার সরকারি শিক্ষক। বিহারে লোক সেবা আয়োগের (BPSC) মাধ্যমে প্রচুর সংখ্যক শিক্ষক নিযুক্ত হয়েছিলেন। বর্তমানেও সেই প্রক্রিয়া চলছে। তবে এর মাঝেই বিহারের গেস্ট টিচারদের মাথায় হাত। এক ঝটকায় চাকরি খোয়ালেন চার হাজারেরও বেশি অস্থায়ী শিক্ষক।গেস্ট টিচারদের মেয়াদ শেষ হওয়ার নোটিশ জারি করা হয়েছে শনিবার। BPSC মারফত হাজার হাজার শিক্ষকের নিয়োগ হয়েছিল বিহারে। তবে আচমকাই তাঁদের সকলের মেয়াদ সম্পন্ন হওয়ার কথা ঘোষণা করা হয়েছে। চাকরিক্ষেত্রে আর একদিনও পড়ানোর সুযোগ পাবেন না তাঁরা। ফলে এক ঝটকায় চাকরিহারা হলেন এই গেস্ট টিচাররা। ভবিষ্যৎ নিয়ে উদ্বেগে পড়ে গিয়েছেন সকলেই।

    সরকারের নির্দেশ কী?রাজ্য সরকারের এই নীতি বহু পুরনো। নির্দেশ অনুযায়ী, গেস্ট টিচারদের জানানো হয়েছিল, সংশ্লিষ্ট বিষয়ের স্থায়ী শিক্ষক নিয়োগ হওয়ার পর কাজে যোগদানের সঙ্গে সঙ্গেই তাঁদের চাকরি ছাড়তে হবে। সেই নির্দেশিকাই এবার কার্যকর হতে চলেছে বিহারে। ৩১ মার্চের পর এই গেস্ট শিক্ষকদের আর কাজে না আসার নির্দেশিকা জারি করা হয়েছে। এটাই তাঁদের কর্মস্থলে অন্তিম দিন। এর জেরে হাজার হাজার গেস্ট টিচারদের রাতারাতি মাথায় হাত। বিহারে এই সংখ্যাটা ৪ হাজার ২৫৭।

    Bihar Guest Teacher : সরকারি নির্দেশিকা

    বর্তমান নির্দেশ কী?মাধ্যমিক শিক্ষা নির্দেশক কানহাইয়া প্রসাদ শ্রীবাস্তব প্রত্যেক জেলার DIO-কে নির্দেশিকা পাঠিয়েছেন। যেখানে বলা হয়েছে, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলিতে গেস্ট টিচারদের মেয়াদ উত্তীর্ণ হচ্ছে। সম্প্রতি এই বিদ্যালয়গুলিতে মোট ৯৪ হাজার ৭৩৮ জন শিক্ষক নিয়োগ রয়েছে। স্থায়ী এই শিক্ষকরা কর্মস্থলে যোগদানও করে ফেলেছেন। ফলে গেস্ট টিচারদের আর পদে বহাল রাখার কোনও প্রয়োজনীয়তা নেই। ১ এপ্রিল ২০২৪ সাল থেকে কোনও পরিস্থিতিতে গেস্ট শিক্ষকদের কাজে রাখা হবে না। আর কোনও স্কুলে গেস্ট টিচাররা কাজ করছেন না, এ বিষয় নিশ্চিত করতে আগামী ৩ এপ্রিলের মধ্যে প্রত্যেক DIO-কে চিঠি দিয়ে জানানোর নির্দেশ দিয়েছে প্রশাসন।

    শিক্ষা বিভাগের সিদ্ধান্ত শোরগোলশিক্ষা বিভাগের ২৫ জানুয়ারি ২০১৮ সালের সংকল্প সংখ্যা ৫১, ৩ জুলাই ২০২৩ সংকল্প সংখ্যা ৩৭১ অনুযায়ী, স্থায়ী পদ শূন্য থাকলে গেস্ট টিচারদের নিয়োগ করা হতে পারে। তবে স্থায়ী পদে নিয়োগ হয়ে গেলে গেস্ট টিচারদের আর সেই পদে রাখা যাবে না। গেস্ট টিচাররা কেবলমাত্র মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরেই পড়ানোর সুযোগ পান। প্রতিটি বিদ্যালয়ে স্থায়ী শিক্ষকের নিয়োগ হওয়া পর্যন্তই পদে বহাল থাকতে পারেন গেস্ট টিচাররা। তারপর একদিনও আর কর্মস্থলে যাওয়ার অনুমতি মিলবে না তাঁদের।
  • Link to this news (এই সময়)