Narendra Modi: 'এ তো ট্রেলর, আরও বড় সিদ্ধান্ত নেব...', ভোটের প্রথম প্রচারেই হুংকার মোদীর
এই সময় | ৩১ মার্চ ২০২৪
লোকসভা নির্বাচনে প্রায় দোরগোড়ায়। রবিবার উত্তরপ্রদেশের মেরঠ থেকে জন সমাবেশের মাধ্যমে লোকসভার নির্বাচনী প্রচার শুরু করলেন প্রধানমন্ত্রী। মিরাট কেন্দ্র থেকে বিজেপি রামায়ণ খ্যাত অভিনেতা অরুণ গোভিলকে প্রার্থী করেছে। ভাষণের শুরুতে গত ১০ বছরে বিজেপির কাজের রিপোর্ট কার্ড তুলে ধরেই বিরোধীদের নিশানা করেন প্রধানমন্ত্রী। বিরোধীদের নিশনা করতে গিয়ে বেছে নিলেন 'দুর্নীতি' অস্ত্রকেই। সম্প্রতি আবগারি দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হয়ে জেলবন্দি দিল্লির মুখ্য়মন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। কয়েক মাস আগেই জমি দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। দিল্লির আবগারী নীতি মামলায় সঙ্কটের জটজালে দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া। তিনিও ইডির হাতে গ্রেফতার হন। রবিবার কেজরিওয়ালের গ্রেফতারির প্রতিবাদে 'গণতন্ত্র বাঁচাও' কর্মসূচির ডাক দিয়েছিল বিরোধী জোট 'ইন্ডিয়া'। নাম না করেই দুর্নীতি অস্ত্রে বিরোধী জোটকে বিদ্ধ করতে একচুলও জমি ছাড়লেন প্রধানমন্ত্রী। জোর দিয়ে বললেন, দেশ থেকে দুর্নীতি শিকড় উপড়ে ফেলার ক্ষমতা একমাত্র NDA-এরই রয়েছেভাষণ জুড়েই কংগ্রেস সহ বিরোধী জোট INDIA জোটকে বিঁধলেন 'দুর্নীতি' ইস্যুতে। বলেন, 'গত দশ বছরে, আমরা দুর্নীতির বিরুদ্ধে লড়াই শুরু করেছি। আমরা নিশ্চিত করেছি যে কোনও মধ্যস্বত্বভোগী গরিবের টাকা চুরি করতে না পারে। আমি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছি, সেই কারণেই দুর্নীতিবাজরা এখন কারাগারের পিছনে।' প্রধানমন্ত্রীর সংযোজন, '১০ বছরে সবেমাত্র উন্নয়নের যে গতি রয়েছে তা আরও বাড়বে। এ তো সবে ট্রেলার মাত্র।'
এবারেরও নির্বাচনেও দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে বিজেপি মাঠে নেমে পড়েছে বলে বার্তা মোদী। প্রধানমন্ত্রীর সংযোজন, 'মোদীর মন্ত্র হল দুর্নীতিগ্রস্তদের সরানো। আর ওরা (বিরোধীরা) বলে দুর্নীতিগ্রস্তদের বাঁচাতে চায়। এই নির্বাচনে NDA দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছে। বিরোধীরা দুর্নীতিবাজদের বাঁচাতে লড়াই করছে।' প্রধানমন্ত্রীর কথায়, তিনি শুধু দুর্নীতিবাজদের বিরুদ্ধে তদন্তই করছেন না,মানুষের চুরি যাওয়া সম্পদও ফেরত দিতে পদক্ষেপ করছেন। বলেন, 'আমি শুধু দুর্নীতিবাজদেরই তদন্ত করছি না, এটা আমার গ্যারান্টি যে যারাই আমার দেশের মানুষকে লুট করেছে, আমি আমার জনগণের চুরি করা সম্পদ তাদের ফিরিয়ে দিচ্ছি।'
সাম্প্রতিক কালে দুর্নীতির অভিযোগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেফতার হয়েছে বিরোধী মহলের একাধিক হেভিওয়েট। এখনও তাঁরা জেলবন্দিই রয়েছেন। আর এই প্রসঙ্গে কারও নাম না করে মোদীর নিশানা, 'ক্ষমতায় থাকার শীর্ষে থাকা নেতারাও জামিনও পাচ্ছেন না। অনেক বড় বড় দুর্নীতিবাজকে আদালত চত্বরে ঘোরাঘুরি করতে হয়েছ। কোথাও খাটের নীচ থেকে গাদা গাদা নোট উদ্ধার হয়েছে কোথাও ওয়াশিং মেশিনে থেকে উদ্ধার হয়েছে নোটের পাহাড়।' প্রসঙ্গত দিন কয়েক আগেই দেশের বিভিন্ন জায়গায় একযোগে তল্লাশি চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি৷ এই দফা তল্লাশি মোট ২.৫৪ কোটি টাকা বাজেয়াপ্ত করেছেন আধিকারিকেরা। একটি জায়গায় ওয়াশিং মেশিনের ভিতর থেকেই উদ্ধার হয়েছে কোটি কোটি টাকা।