• Himanta Biswa Sarma : 'লোকসভার আগে দু'তিনটে বিয়ে সেরে ফেলুন!' মুসলিম সাংসদকে কেন এমন পরামর্শ হিমন্তর?
    এই সময় | ৩১ মার্চ ২০২৪
  • লোকসভা ভোটের আগে মুসলিম নেতাকে আরও দু'তিনটে বিয়ে করার পরামর্শ দিলেন হিমন্ত বিশ্ব শর্মা। অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টের প্রেসিডেন্ট বদরুদ্দিন আজমলকে আক্রমণ করেন অসমের মুখ্যমন্ত্রী। তাঁর পরামর্শ, 'ওঁর যদি দ্বিতীয় বা তৃতীয় বিয়ে করার পরিকল্পনা থাকে, তবে এখনই বিয়ে করে নেওয়া উচিত।'মুসলিম সাংসদকে চাঁচাছোলা ভাষায় আক্রমণলোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই শাসক বিরোধী তরজা তুঙ্গে উঠছে। অনেকক্ষেত্রেই শালীনতার মাত্রা ছাড়িয়ে চলছে ব্যক্তিগত আক্রমণও। এবার বদরুদ্দিন আজমলকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করলেন অসমের মুখ্যমন্ত্রী। লোকসভার সাংসদকে ঠুকে হিমন্ত বিশ্ব শর্মা বলেন, 'দ্বিতীয় বা তৃতীয় বিয়ে করার যদি পরিকল্পনা থাকে, তবে ভোটের আগেই বিয়ে করে ফেলুন।' তাঁর সংযোজন, 'নির্বাচনের পরে অসমে অভিন্ন দেওয়ানি বিধি বা UCC চালু হবে। তারপরই শুরু হবে গ্রেফতারি। তাই নির্বাচনের আগে বিয়ে করে নিলে কোনও সমস্যা থাকবে না।'

    এখানেই শেষ নয়। লোকসভার সাংসদ তথা অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টের প্রেসিডেন্ট বদরুদ্দিন আজমলকে আক্রমণ করে অসমের মুখ্যমন্ত্রী বলেন, 'আমি যতদূর জানি, ওঁর একজন স্ত্রী আছেন। তবে চাইলে তিনি দ্বিতীয় বা তৃতীয় বিয়ে করতে পারেন। কিন্তু, নির্বাচনের পরে আমরা বহুগামিতা বন্ধ করে দেব। তখন আর তা পারবেন না।' সংখ্যালঘু সাংসদকে আরও খোঁচা দিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্য, 'আপনি যদি এখন বিয়ে করেন, তবে আমাদেরও ডাকবেন। কারণ এটা এখনও আইনত স্বীকৃত। নির্বাচনের পরে কিন্তু এটা অর্থাৎ বহুগামিতা নিষিদ্ধ হয়ে যাবে।'

    অসমে নিষিদ্ধ বহুগামিতা?প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার কথা জানিয়ে এসেছেন। গত বছরই অসমে বহুগামিতা নিষিদ্ধ করতে বিশেষ বিল আনা হয়। বহুবিবাহ ও বাল্যবিবাহ রুখতেও অভিযান চালানো হয়। উত্তরাখণ্ডে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর হওয়ার পরই হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছিলেন, লোকসভা নির্বাচনের পর অসমেও অভিন্ন দেওয়ানি বিধি চালু করা এদিকে, অসম সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতা করেই বদরুদ্দিন আজমল বলেছিলেন, 'বহুগামিতার উপরে নিষেধাজ্ঞা জারি না করে, বরং একাধিক বিয়ের সপক্ষে প্রচার করা উচিত।' এবার তারই জবাবে এ হেন কটাক্ষ অসমের মুখ্যমন্ত্রীর।

    অন্যদিকে, বাংলাভাষী মুসলিমদের স্বদেশি তকমা পাওয়ার জন্য একগুচ্ছ শর্ত আরোপ করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তাঁর বক্তব্য, অসমের মূল ভূখণ্ডের বাসিন্দা হিসেবে পরিচিত হতে গেলে বেশ কিছু শর্ত মেনে চলতে হবে বাংলাভাষী মুসলিমদের। তার মধ্যে রয়েছে বাল্যবিবাহ, বহুবিবাহ বন্ধ করা। সন্তানদের মাদ্রাসায় না পাঠানো ইত্যাদি।'
  • Link to this news (এই সময়)