• Trinamool Congress : 'তৃণমূল ইন্ডিয়া জোটেরই অংশ', দিল্লির মেগা মঞ্চে মমতার অবস্থান স্পষ্ট ডেরেকদের
    এই সময় | ৩১ মার্চ ২০২৪
  • ইন্ডিয়া জোটের মেগা মঞ্চে নিজে উপস্থিত থাকতে না পারলেও বাংলা থেকে অরবিন্দ কেজরিওয়ালের জন্য বার্তা পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে দিল্লির রামলীলা ময়দানের এই অনুষ্ঠানে ইন্ডিয়া জোটের অংশ হিসেবেই পৌঁছে গিয়েছিলেন তৃণমূলের সাংসদ ডেরেক ও'ব্রায়েন এবং সাংসদ সাগরিকা ঘোষ। এদিন মঞ্চ থেকেই তাঁরা স্পষ্ট করেন জোটে তৃণমূলের অবস্থান।তৃণমূলের বক্তব্যদিল্লির রামলীলা ময়দানে ইন্ডিয়া জোটের মেগা ব়্যালির মঞ্চে উঠে ডেরেক ও'ব্রায়েন বলেন, 'সবার আগে আমি স্পষ্টভাবে জানাতে চাই, তৃণমূল ইন্ডিয়া জোটের অংশ ছিল, আছে এবং থাকবে। গণতন্ত্রের সঙ্গে BJP-র সংঘাত এটি। মোদীর গ্যারান্টি এবং জিরো ওয়্যারান্টির লড়াই।' লোকতন্ত্র বাঁচাও শীর্ষ এই মেগা মঞ্চে দাঁড়িয়ে তৃণমূলের অপর সাংসদ সাগরিকা ঘোষ বলেন, 'তৃণমূল কংগ্রেস এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েপ পক্ষ থেকে আমি জানাচ্ছি, আমাদের দল অরবিন্দ কেজরিওয়ালের পাশে রয়েছে। আমরা ইন্ডিয়া জোটের সঙ্গেই আছি। ইন্ডিয়া জোটেরই অংশ তৃণমূল।'

    কেজরিকে বার্তা মমতারকেজরিওয়ালের গ্রেফতারির বিরোধিতায় বাংলা থেকে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের নির্বাচনী সভামঞ্চ থেকে রবিবার মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'অরবিন্দ কেজরিওয়ালকে ওরা গ্রেফতার করেছে ঠিকই। কিন্তু, ওকে থামিয়ে দিতে পারবে না। জেল থেকে বসেই দেশের সেবা করছেন কেজরিওয়াল।' মমতা জানালেন, ইন্ডিয়া জোটের নামটাও তাঁর দেওয়া। নির্বাচন মিটলে বাকিটাও দেখে নেবেন তিনি। মার্চের মাঝামাঝি বাড়িতে পড়ে গিয়ে কপালে আঘাত পান মমতা। তার পর থেকে জনসমক্ষে সেভাবে দেখা যায়নি তাঁকে। লোকসভা নির্বাচনের প্রচার শুরু করলেন রবিবার থেকে। ফলে দিল্লিতে সশরীরে উপস্থিত থাকতে না পারলেও দুই প্রতিনিধি পাঠিয়েছেন রামলীলা ময়দানে।

    এদিন মমতা বলেন, 'কেন তৃণমূলকে ভোট দেবেন, আর কেন BJP-কে দেবেন না, সেই কথাই বলব আমি। INDIA জোট আমি তৈরি করেছি। নামটাও আমার দেওয়া। ভোটের পর আমি দেখে নেব।'

    লোকসভা নির্বাচনের আগে ED, CBI দিয়ে বিরোধীদের হেনস্থা করা হচ্ছে বলেও এদিন অভিযোগ তোলেন মমতা। তিনি বলেন, 'রোজ NIA চলে যাচ্ছে আমাদের যারা ভোট করে তাদের বাড়িতে। CBI-ED চলে যাচ্ছে। BJP বলছে ৪০০-র উপর আসন পাবে। তাহলে ED, CBI, আয়করকে দরকার পড়ছে? আমি চ্যালেঞ্জ করছি, ২০০ আসন পার করে দেখাক আগে।'
  • Link to this news (এই সময়)