Lok Sabha Election 2024: ৮ হাজার টন ইস্পাত ব্যবহারে নানা রঙের ব্য়ালট বাক্স! প্রথম লোকসভা নির্বাচনে অজানা তথ্য জানুন
এই সময় | ৩১ মার্চ ২০২৪
সে অনেক বছর আগেকার কথা। না, তখন ইভিএম নিয়ে এত হইচই ছিল না। ভোট হত সাদামাটা ভাবেই। তবে ঝক্কিও কম ছিল না! দেখতে দেখতে ১৮ তম লোকসভা নির্বাচনের দিনক্ষণও এগিয়ে আসছে। লোকসভা ভোটের প্রাক্কালে সেকথা না মনে করলেই নয়! বিগত কয়েক বছর ধরেই ভোট মানেই EVM। সেই EVM নিয়ে হইচই-বিতর্কও কম নেই। EVM-এর সঙ্গে নির্বাচন কথাটা যেন ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছে। তবে আজ EVM নিয়ে নয়, কথা হবে সেদিনের ব্যালট বাক্স নিয়ে। ৮০-এর দশেই প্রথম এই মেশিন ব্য়বহার হয়েছিল। প্রসঙ্গত, ইভিএম নিয়ে বিতর্ক অনেক দিন ধরেই চলছে। অতীতে বারবারই বিরোধীরা বলেছেন যে ইভিএম হ্যাক হতে পারে। তাই ফের ব্যালটে ফিরে যাওয়া উচিত। এই প্রতিবেদনের মাধ্যমে দেশের প্রথম নির্বাচনের কিছু অজানা তথ্যের সন্ধান মিলবে।দেশের প্রথম নির্বাচনে কত লাখ ব্যালট বাক্স ব্য়বহার হয়েছিল?
দেশের প্রথম সাধারণ নির্বাচনে ব্যবহার করা হয় প্রায় ২০ লাখ ব্য়ালট বাক্স। মাদ্রাসা সহ কিছু এলাকায় কাঠের বাক্সও ব্যবহার করা হয়েছিল, তবে বেশিরভাগ রাজ্যে, নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে, ভোটকেন্দ্রে শুধুমাত্র স্টিলের বাক্সই রাখা হয়েছিল। সেবার লোকসভার পাশাপাশি বিধানসভা নির্বাচনও থাকায় ভোটারদের সুবিধার্থে ব্যবহার করা হয়ে বিভিন্ন রঙের রঙিন বাক্স।
ব্যালট বাক্স তৈরিতে ব্যবহার করা হয়েছিল প্রায় ৮ হাজার ১৬৫ টন ইস্পাত। বিধানসভা ও লোকসভার নির্বাচন একই সঙ্গে হওয়ায় ভোটাররা যাতে গুলিয়ে না ফেলেন তার জন্য বুথে বুথে রাখা হয়েছিল বিভিন্ন রঙের ব্যালট বাক্স। কারণ সেই সময় দেশে সাক্ষরতার হার ছিল খুবই কম।
কী কী রঙের ব্যালট বাক্স তৈরি করেছিল নির্বাচন কমিশন?
কমিশন সেবার সিদ্ধান্ত নেয় লোকসভা নির্বাচনে ব্যালট বাক্সগুলি জলপাই সবুজ, মেডো সবুজ, ফ্যাকাশে সবুজ এবং ব্রান্সউইক সবুজ রঙের হবে। অন্য়দিকে, বিধানসভা নির্বাচনের জন্য ব্য়ালট বাক্সের রং হিসেবে বেছে নেওয়া হয়েছিল চকোলেট, মেহগনি, সেগুন, গাঢ় ট্যান এবং ব্রোঞ্জ রং। তবে কে কোন রঙের ব্যালট বাক্স ব্যবহার করতে ইচ্ছুক সেই বিষয় সংক্রান্ত সিদ্ধান্ত রাজ্যগুলির উপরই ছেড়েছিল নির্বাচন কমিশন। তবে ব্যালট বাক্সগুলির নকশা যাতে একই থাকে, বিভ্রান্তি তৈরি না হয় তার জন্য নির্দিষ্ট একটি কোম্পানিকেই বরাত দেওয়ার বিষয়ে পরামর্শ দেওয়া হয়েছিল রাজ্যগুলিতে। কমিশনের এই পরামর্শ বিফলে যায়নি। ভিন্ন রঙের একই নকশার ব্যালট বাক্স হওয়ায় ভোটকর্মীদের প্রশিক্ষণ দানের কাজও সহজ হয়।