• 'ED চিঠি দিলে উত্তর দিয়ে দিন, এখন নির্বাচনে ব্যস্ত রয়েছি', দলীয় নেতা-কর্মীদের নির্দেশ মমতার
    এই সময় | ৩১ মার্চ ২০২৪
  • রবিবার নির্বাচনী প্রচার শুরু করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি উপস্থিত ছিলেন কৃষ্ণনগরে। সেখান থেকে ফের একবার ‘এজেন্সি রাজনীতি’ নিয়ে সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়।এদিন তিনি বলেন, 'আমি একজনকে জিজ্ঞাসা করলাম। তাঁর বাড়িতে ইনকাম ট্যাক্স রেড করতে গিয়েছিল। আমি জিজ্ঞাসা করলাম তিন দিন ধরে ওরা কী করল তোদের বাড়িতে? বলল দিদি আর বলবেন না! আমার দুটো বাচ্চা। তিনদিন ধরে বাথরুম যেতে পারিনি। আমরা রান্না করতে পারিনি। আমার বাচ্চারা স্নান করবে কী করে জানি না! তিন দিন ধরে ১৬ জন বসে আছে একটা বাড়িতে যেখানে মহিলারা রয়েছেন, বাচ্চারা রয়েছে। এক একটা খাবারের বিল আনছে ২০ হাজার ২৫ হাজার টাকা। কিন্তু, সেই বাড়ির লোকটা খেয়েছে কিনা, সেই বাড়ির বাচ্চাটা খেয়েছে কিনা সেটা একবার দেখার প্রয়োজন নেই। যদি এমনই জেতেন তাহলে কেন ED, CBI, ইনকাম ট্যাক্স।'

    মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আগের বারও বলেছিল আব কি বার ২০০ পার। ৭৫-এ ঠেকেছিল। তার থেকে ১৫ তৃণমূলে চলে এসেছে। আর এবার বলছে আব কি বার ২০০ পার। আমি বলি আগে ২০০ পার হও, তারপর সাঁতার কাটার কথা ভাববি। কাউকে চিঠি দিলে উত্তর দিয়ে দিন, এখন নির্বাচনে ব্যস্ত রয়েছি, নির্বাচনের পর দেখা যাবে।’ পাশাপাশি অন্নপূর্ণ পুজোর দিন ‘অশান্তি’ করার চেষ্টা করা হচ্ছে বলে সাবধান করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সকলকে শান্ত থাকার আহ্বান জানান তিনি।

    উল্লেখ্য, সম্প্রতি বসিরহাটের BJP প্রার্থী রেখা পাত্র এবং কৃষ্ণনগরের দলীয় প্রার্থী অমৃতা রায়ের সঙ্গে ফোনে কথা বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই অডিয়ো প্রকাশ্যে আসে। এই প্রসঙ্গে BJP-কে তোপ দাগেন মমতা বন্দ্যোপাধ্যায়।

    তিনি বলেন, ‘আপনি গোপনীয়তা লঙ্ঘন করছেন। পেগাসাসের প্রয়োজন নেই। নিজেরাই পেগাসাস হয়ে বসে রয়েছেন। আর যাঁকে ফোন করছেন তিনিও এই সরকারের স্বাস্থ্য সাথী পান। তিনিও লক্ষ্মীর ভাণ্ডার পান। একজনকে চিনি নাম বলব না।’

    এদিন কৃষ্ণনগরের দলীয় প্রার্থী মহুয়া মৈত্র প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'মহুয়ার উপর তো দেখেছেন কী অত্যাচার হয়েছে! তাঁকে লোকসভা থেকে তাড়িয়ে দিয়েছে। কারণ সে জোরে জোরে কথা বলত, BJP-র বিরুদ্ধে কথা বলত বলে। ওর বাবা-মা বেচারা কিছু জানে না। ভোটে দাঁড়ানোর পর তাঁদের বাড়িতে গিয়েও রেড করে এসেছে। ওদের কাজ যেমন করে হোক মহুয়াকে হারানো। মহুয়াকে আপনারা জেতাবেন।'
  • Link to this news (এই সময়)