HP Ghosh Hospital : জটিল রোগীদের ভরসা এবার ‘স্মার্ট-আইসিইউ’
এই সময় | ০১ এপ্রিল ২০২৪
এই সময়: এ বার ইন্টেন্সিভ কেয়ার ইউনিট (আইসিইউ) জোট বাঁধছে ডাক্তারবাবুর স্মার্টফোনের সঙ্গে। যার হাত ধরে গুরুতর অসুস্থ রোগীকে স্বচক্ষে দেখে চিকিৎসা করতে পারবেন চিকিৎসক। পাশাপাশি দূরে থাকা চিকিৎসক তাঁর স্মার্টফোনে নিখুঁত ভাবে জেনে নিতে পারবেন রোগীর শরীর-গতিকও। এর ফলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিলে রোগীকে স্থিতিশীল করা অনেক সহজ হবে, বাঁচবে সময়। এমন ‘স্মার্ট আইসিইউ’ পরিষেবা পূর্ব ভারতে সল্টলেকের এইচপি ঘোষ হাসপাতালেই প্রথম শুরু হলো বলে হসপিটাল কর্তৃপক্ষের দাবি।
স্টার্ন ইন্ডিয়া হার্টকেয়ার অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশনের অধীন এইচপি ঘোষ হাসপাতাল অত্যাধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে সাধারণ মানুষকে সেরা চিকিৎসা দিতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান সিইও সোমনাথ ভট্টাচার্য। ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ হীরক ভট্টাচার্য ও তৃণাঞ্জন সারেঙ্গির তত্ত্বাবধানে এই স্মার্ট আইসিইউ-এর কাজ শুরু হয়েছে। তাঁদের লক্ষ্য, গুরুতর অসুস্থ ও সঙ্কটজনক রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসকের অনুপস্থিতিতেও নিরবচ্ছিন্ন নজরে রাখা। আশা, এতে জটিল রোগীর মৃত্যুর ঝুঁকি অন্তত ৪০% কমানো যাবে।একটি অ্যাপ ও স্মার্টফোনের যুগলবন্দিতে গুরুতর অসুস্থ রোগীদের যাবতীয় ভাইটাল প্যারামিটার নজরে রাখা সম্ভব হবে স্মার্ট আইসিইউ-তে।
আপাতত ৪৩টি শয্যা নিয়ে স্মার্ট আইসিইউ-এর প্রথম পর্যায়ের কাজ শুরু হয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকের স্মার্টফোনে রোগীদের মনিটরিং করার অত্যাধুনিক প্রযুক্তিই স্মার্ট আইসিইউ-এর মূল স্তম্ভ। যেখানে রোগীর অবস্থার অবনতি হওয়ার সঙ্গে সঙ্গেই বিশেষ অ্যালার্ম বেজে উঠবে ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ থেকে শুরু করে কর্তব্যরত নার্স-সহ সংশ্লিষ্ট সকলের স্মার্টফোনে।
একই সঙ্গে চিকিৎসকের মোবাইলে রোগীর যাবতীয় প্যারামিটার ও টেস্টের রিপোর্ট দেখা যাবে। চিকিৎসক সেই সময়ে আইসিইউ-তে উপস্থিত না থাকলেও ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে রোগীকে দেখে নিয়ে রেসিডেন্ট ডাক্তারকে ফোনে সব নির্দেশ দিতে পারবেন। দ্রুত চিকিৎসা শুরু হওয়ায় উপকৃত হবেন রোগী।