• Mamata Banerjee : ঝড়ে বিধ্বস্ত জলপাইগুড়ি, পরিস্থিতি দেখতে রাতেই রওনা মুখ্যমন্ত্রীর
    এই সময় | ০১ এপ্রিল ২০২৪
  • ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত জলপাইগুড়ি জেলার বিস্তীর্ণ এলাকা। রাতেই জলপাইগুড়ির উদ্দেশে রওনা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখনও পর্যন্ত জলপাইগুড়ি জেলায় প্রাকৃতিক বিপর্যয়ের কারণে চারজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। পরিস্থিতি খতিয়ে দেখতে আজ রাতেই রওনা দিলেন মুখ্যমন্ত্রী।রবিবার বিকেলে জলপাইগুড়ি শহর, ধূপগুড়ি, ময়নাগুড়ির বেশ কিছু এলাকা কয়েক মিনিটের ঝড়ে বিপর্যস্ত হয়। সেই ঝড়ে এলাকার বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। একাধিক মানুষ ঘরছাড়া হয়েছেন বলে জানা গিয়েছে। ক্ষতিগ্রস্তদের জন্য ইতিমধ্যে উদ্ধার কার্য শুরু হয়েছে। পাশাপাশি চার জনের মৃত্যুও হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। উদ্বেগের কারণে আজই রওনা দিলেন মুখ্যমন্ত্রী।

    এই ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছিলেন, হঠাৎ প্রবল বর্ষণ ও ঝড়ো হাওয়া আজ বিকেলে জলপাইগুড়ি-ময়নাগুড়ি এলাকায় কিছু বিপর্যয় হয়েছে। যার মধ্যে মানুষের প্রাণহানি, আঘাত, বাড়ির ক্ষতি, গাছ ও বিদ্যুতের খুঁটি উপড়ে যাওয়া ইত্যাদি রয়েছে। জেলা ও ব্লক প্রশাসন, পুলিশ, ডিএমজি এবং কিউআরটি দলগুলি বিপর্যয় মোকাবিলায় কাজ করে এবং ত্রাণ সরবরাহ করে। ক্ষতিগ্রস্ত মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে।

    তিনি এও জানান, জেলা প্রশাসন নিয়মানুযায়ী এবং এমসিসি অনুসরণ করে নিহতদের ক্ষেত্রে এবং আহতদের স্বজনদের ক্ষতিপূরণ প্রদান করবে। আমি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আছি এবং আমি নিশ্চিত যে জেলা প্রশাসন উদ্ধার ও ত্রাণ প্রদানের জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে।

    তবে জেলা প্রশাসনের থেকে রিপোর্ট নিয়ে আজই জলপাইগুড়ি যাওয়ার কথা ঠিক করেন মুখ্যমন্ত্রী। নিজে সরেজমিনে উদ্ধার কার্য খতিয়ে দেখার জন্যেই তিনি যাচ্ছেন বলে নবান্ন সূত্রে জানতে পারা গিয়েছে। উল্লেখ্য, আজকেই লোকসভা নির্বাচনের জন্য প্রচার শুরু করেছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সকালেই নদিয়া জেলার কৃষ্ণনগরে সভায় উপস্থিত ছিলেন তিনি। আগামী সপ্তাহেই উত্তরবঙ্গে নির্বাচনী প্রচারে জন্য যাওয়ার কথা ছিল তাঁর। তার আগে আজকেই তিনি উত্তরবঙ্গের উদ্দেশে রওনা দিলেন।
  • Link to this news (এই সময়)