• Medicine Price Hike: আজ থেকে মহার্ঘ হচ্ছে প্রেশার, সুগারের মেডিসিনও
    এই সময় | ০১ এপ্রিল ২০২৪
  • এই সময়: পাইকারি পণ্যে মূল্যবৃদ্ধি অব্যাহত। এ বার তারই হাত ধরে বাড়তে চলেছে ওষুধের দাম। হোলসেল প্রাইস ইনডেক্সের বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে অত্যাবশ্যকীয় ওষুধের দামে নতুন ঊর্ধ্বসীমা বসিয়েছে কেন্দ্রীয় রসায়ন ও সার মন্ত্রক। তাতে দেখা যাচ্ছে অল্প হলেও মেডিসিনের মূল্যবৃদ্ধিতে ছাড়পত্র দিয়েছে কেন্দ্র।আজ, সোমবার থেকে তাই সামান্য হলেও বাড়ছে ওষুধের দাম। এর মধ্যে রয়েছে লিকুইড অক্সিজেন, স্টেরয়েড, পেনকিলার, ভিটামিন, অ্যান্টিবায়োটিক-সহ প্রেশার, সুগার, কোলেস্টেরল এবং সর্দি-কাশি-জ্বরের প্রায় ৮০০ ওষুধ। ২০১৩ সালের ড্রাগ প্রাইস কন্ট্রোল অর্ডার (ডিপিসিও) মেনে এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি (এনপিপিএ)।

    গত বছরগুলির তুলনায় এই মূল্যবৃদ্ধি নেহাতই নগণ্য বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে লাইফস্টাইল অসুখের যে সব ওষুধ টানা খেয়ে যেতে হয়, তার দাম বাড়লে চাপ যে একটু হলেও বাড়বে, তাতে সন্দেহ নেই। এনপিপিএ তাদের বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শিল্প ও বাণিজ্য মন্ত্রকের অধীন উপদেষ্টামণ্ডলীর সুপারিশ মেনে, হোলসেল প্রাইস ইনডেক্সের তথ্য অনুযায়ী ৭২৬ রকম ওষুধের দামে নয়া ঊর্ধ্বসীমা ধার্য করা হলো, যা পুরোনো দামের চেয়ে ০.০০৫৫১% বেশি। কেন্দ্রীয় স্বাস্থ্যকর্তাদের বক্তব্য, ২০২৪-’২৫ অর্থবর্ষের জন্য মূল্যবৃদ্ধি হচ্ছে ঠিকই, কিন্তু যে সামান্য হারে হচ্ছে, তাতে আমজনতার পকেটে চাপ পড়বে না।

    ২০২২-’২৩ অর্থবর্ষে ১০% এবং ২০২৩-’২৪ অর্থবর্ষে ১২% হারে ওষুধের মূল্যবৃদ্ধিতে ছাড়পত্র দিয়েছিল কেন্দ্র। এ বারের এই যৎসামান্য বৃদ্ধিকে তাই একপ্রকার ‘সাফল্য’ হিসেবে তুলে ধরতে চাইছে কেন্দ্রীয় সরকার। পাশাপাশি জানানো হয়েছে, উচ্চ রক্তচাপ ও ডায়াবিটিসের ৬৯টি ওষুধের দামে নতুন করে ঊর্ধ্বসীমা বসানো হয়েছে মূল্য নিয়ন্ত্রণের উদ্দেশ্যে। এনপিপিএ জানিয়েছে, এই গোত্রের ওষুধগুলির দামের ঊর্ধ্বসীমা ৮.৯২ টাকা থেকে ১৩.২৫ টাকা পর্যন্ত রাখা হয়েছে।
  • Link to this news (এই সময়)