• Lok Sabha Election 2024 : ‘মোদী ম্যাজিক’ না কংগ্রেসের ‘পাঞ্জা’! এই ৫ বিষয়ই নির্ধারণ করবে লোকসভা ভোটের ফল
    এই সময় | ০১ এপ্রিল ২০২৪
  • মার্চ মাসেই ঘোষণা হয়ে গেছে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের দিনক্ষণ। মোট সাত দফায় হবে নির্বাচন। ভোট গণনা হবে জুন মাসের চার তরিখ। প্রথম ধাপের নির্বাচন হওয়ার কথা ১৯ এপ্রিল। রবিবার দিল্লিতে ভারত জোট যৌথ সমাবেশের মাধ্যমে নির্বাচনী প্রচারের শেষ পর্ব শুরু করতে পারে। অন্যদিকে একই দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মিরাট থেকে বিজেপির প্রচার শুরু করার কথা থাকলেও প্রশ্ন উঠছে সত্যিই কী এই প্রচার করলেইমিলবে সফলতা? মানে এভাবে শুধু প্রচারেই কী লুকিয়ে আছে নির্বাচনে জেতার মন্ত্র? বাস্তব বলছে অন্য কথা। আসন্ন লোকসভা নির্বাচনে জেতার পিছনে কাজ করছে পাঁচটি কি ফ্যাক্টর।ইউপি-বিহার ঠিক করবেসাধারণ নির্বাচন হতে চলেছে মোট ৫৪৩টি লোকসভা আসনে। তবে বিহার এবং উত্তর প্রদেশের ১২০ টি আসন ঠিক করবে কেদিল্লির মসনদে বসবে। এমনকি ২০১৯ এবং ২০১৪ সালের সাধারণ নির্বাচনেও নরেন্দ্র মোদীর বিপল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসার পেছনেও ছিল এই দুই রাজ্যের বিশাল ভোট। ২০১৯ সালে বিজেপি জোট দুই রাজ্যে ১০৩ টি আসন পেয়েছিল। গত বচর ইউপিতে সমাজবাদী পার্টি এবং বিএসপির জোট হওয়া সত্ত্বেও বড় ব্যবধানে জিতেছিল বিজেপি। বিশেষজ্ঞদের মতে, এই দুই রাজ্যে কিছু আসন বাড়ানোর আশা করছে বিজেপি। অন্যদিকে বিরোধীরাও বুঝতে পারছে যে এই দুই রাজ্যে বিজেপির ভোট কমাতে না পারলে তৃতীয়বার ক্ষমতায় আসা থেকে বিজেপিকে ঠেকানো খুব কঠিন।

    এক আসন, এক প্রার্থী নীতিবিজেপিকে রুখতে এবার বিরোধীরা এক আসন এক প্রার্থী দেওয়ার চেষ্টা করছে। তবে কয়েকটি আসনে এটি ঘটবে, সেই ছবি এখনও পুরোপুরি পরিস্কার নয়। বিজেপির দাবি, এমনটা ঘটলেও কোনো পার্থক্য হবে না ফলাফলে। ২০১৯ সলের নির্বাচনের ফলাফলের নমুনা তুলে ধরা হচ্ছে বিজেপির তরফে। যখন দলটি ২২৩টি আসনে ৫০ শতাংশের বেশি ভোট পেয়েছিল।

    দরিদ্র কৃষকদের ভোট

    মোদী সরকার গত দশ বছরে বিজেপির চরিত্রকে অনেকাংশে পরিবর্তন করতে সফল হয়েছে। এর জন্য সামাজিক ভিত্তি পরিবর্তনের চেষ্টাও অনেকাংশে সফল হয়। উজ্জ্বলা স্কিম অথবা দরিদ্রদের বাড়ি দেওয়ার স্কিম বা কৃষকদের প্রতি বছর ৬,০০০ টাকা অনুদান, এভাবেই বিভিন্ন স্কিমের মাধ্যমে দরিদ্রদের মধ্যে নরেন্দ্র মোদী বিজেপির ভোট বাড়িয়েছেন। আগে দরিদ্রদের মধ্যে বিজেপিভোটেরসংখ্যা ছিল খুব কম। এবার এই ভোট ঠেকাতেও বিরোধীও বিভিন্ন জনমুখী প্রতিশ্রুতি দিতে শুরু করেছে।

    এই প্রধান কি ফ্যাক্টরগুলি ছাড়া রয়েছে আরও দুটি ফ্যাক্টর। সেগুলি হল গণিত বনাম রসায়ন এবং রাজনৈতিক দলগুলির বর্ণনা এবং ব্যবস্থা।
  • Link to this news (এই সময়)