• Bharat Ratna LK Advani : লৌহপুরুষ আডবানিকে ভারতরত্ন সম্মান রাষ্ট্রপতির, বিশেষ মুহূর্ত শেয়ার প্রধানমন্ত্রীর
    এই সময় | ০১ এপ্রিল ২০২৪
  • ভারতের রাজনীতিতে তিনি লৌহপুরুষ। দেশের প্রাক্তন উপপ্রধানমন্ত্রী এবং বিজেপির অন্যতম বরিষ্ঠ নেতা লালকৃষ্ণ আডবানিকে ভারতরত্ন সম্মানে ভূষিত করা হল। ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসেই লালকৃষ্ণ আজবানিকে ভারতরত্ন সম্মান দেওয়ার কথা ঘোষণা করা হয় কেন্দ্রের তরফে। চলি বছরের ২২ জানুয়ারি অয়োধ্যায় রামমন্দিরেরামলালার প্রাণপ্রতিষ্ঠা করা হয়। এই উপলক্ষ্যে চলে বিশেষ উৎসব। প্রসঙ্গত উল্লেখ্য যে, এই রাম মন্দিরকে কেন্দ্র করে গেরুয়া শিবিরের যে দীর্ঘ আন্দোলন ছিল সেই আন্দোলনে বিজেপির অন্যতম মুখ ছিলেন লালকৃষ্ণ আডবানি।শারীরিক অসুস্থার কারণে বাসভবনে গিয়ে লালকৃষ্ণ আডবানিকে ভারতরত্ন সম্মান প্রদান করা হয়। রবিবার তাঁর বাসভবনে যান দেশের রাষ্ট্রপতি দৌপদী মুর্মু। তিনি এই ম্মান তুলে দেন প্রাক্তন উপপ্রধানমন্ত্রীর হাতে। রবিবার লালকৃষ্ণ আডবনির বসভবনে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছিলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধানখড় সহ অন্যান্য বিশিষ্টরা। সকলের উপস্থিতিতে দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান তুলে দেওয়া হয় এই বর্ষীয়াণ রাজনীতিবিদকে। এককালের বিজেপির সুপ্রিমো লালকৃষ্ণ আডবানিকে এই সম্মান দেওয়ার কথা আগেই ঘোষণা করেছিল মোদী সরকার। রবিবার শেষপর্যন্ত আডবানির হাতে তুলে দেওয়া হয় সম্মান।

    রাষ্ট্রপতি ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে শনিবার দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান ভারতরত্ন দিয়ে একাধিক ব্যক্তিত্বকে সম্মানিক করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। দীর্ঘদিনের অসুস্থতার কারণে এদিন অনুষ্ঠানে যোগ দিতে পারেননি লালকৃষ্ণ আডবানি। এরপরই ঘোষণা করা হয় যে তাঁর বাসভবনে গিয়ে তাঁর হাতে তুলে দেওয়া হবে ভারতরত্ন সম্মান। শনিবার রাষ্ট্রপতি ভবনের অনুষ্ঠানে রাষ্ট্রপতির কাছ থেকে বাবাকে দেওয়া পুরস্কার গ্রহণ করেন নরসিমা রাওয়ের ছেলে পি ভি প্রভাকর রাও। চৌধুরী চরণ সিংয়ের নাতি এবং রাষ্ট্রীয় লোকদলের সভাপতি জয়ন্ত চৌধুরী রাষ্ট্রপতি দ্রৌপী মুর্মুর কাছ থেকে সম্মান গ্রহণ করেন। অন্যদিকে স্বামীনাথনের মেয়ে নিত্য রাও এবং কর্পুরী ঠাকুরের ছেলে রামনাথ ঠাকুর রাষ্ট্রপতির কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, উপরাষ্ট্রপতি জগদীপ ধানখড়, এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

    ভারতরত্ন সম্মান দেওয়ার কথা ঘোষণার পরই গত মাসে এক্স হ্যান্ডেলে লালকৃষ্ণ আডবানিকে অভিনন্দন জানান প্রধামন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, লালকৃষ্ণ আডবানিজিকে ভারতরত্ন প্রদান করা হবে তা জানতে পেরে আমি খুবই আনন্দিত। আমাদের সমসাময়িক সবচেয়ে সম্মানিত রাষ্ট্রনায়কদের মধ্যে তিনি অন্যতম।
  • Link to this news (এই সময়)