• ‘আমায় দেখলেই কাঁপে’, গ্রেফতারির আশঙ্কা আছে? সপাট জবাব মহুয়ার
    এই সময় | ০১ এপ্রিল ২০২৪
  • লোকসভা নির্বাচনের আদর্শ আচরণবিধি চালু থাকার মাঝেই তাঁর বাড়িতে তল্লাশি চালায় সিবিআই। মাঝে তাঁকে তলব করেছিল ইডিও। তিনি কি গ্রেফতারির আশঙ্কা করছেন? দলনেত্রীর সভার পরেই ‘আত্মবিশ্বাসী’ মহুয়ার সপাট জবাব, ‘আমার কোনও গ্রেফতারির আশঙ্কা নেই।’'রবিবার কৃষ্ণনগরের প্রার্থী মহুয়া মৈত্রর সমর্থনে নদিয়ার ধুবুলিয়ায় সভা করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সভা শেষে পরেই মহুয়ার কাছে জানতে চাওয়া হয়েছিল আপনি কি গ্রেফতারির আশঙ্কা করছেন? মহুয়া বলেন, ‘সিবিআই এল। ওরা খালি হাতে ঘুরে চলে গেল। দেশের মানুষ সবটা দেখছে। সব থেকে বড় করা কৃষ্ণনগরের মানুষ পুরোটা দেখছে।’ এরপরেই গ্রেফতারি নিয়ে জবাব দেন মহুয়া। তাঁর কথায়, ‘আসলে ওরা আমায় ভয় পায়। ওরা আমায় দেখেই থরথর করে কাঁপে। আমার কোনও গ্রেফতারির আশঙ্কা নেই।’

    এদিনের সভা থেকেই কেন্দ্রীয় এজেন্সির সক্রিয়তা নিয়ে সমালোচনা শোনা যায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে। তিনি বলেন, ‘আপনারা জানেন, মহুয়ার উপর ওঁরা কতো অত্যাচার করেছে। ওঁর বাবা-মা বেচারা কিছু জানেন না, সেখানেও তল্লাশি করেছে। ওঁরা চায়, যেভাবেই হোক ওঁরা চায় মহুয়াকে হারাতে। আপনারা মহুয়াকে জেতাবেন। এই সূত্র ধরে মহুয়া জানান, এজেন্সি যত আমাদের পেছনে লাগবে, আমার মার্জিন ততো বাড়বে।

    কৃষ্ণনগর কেন্দ্রে মহুয়া মৈত্রের বিরুদ্ধে বিজেপির প্রার্থী হয়েছেন রাজবাড়ির বধূ অমৃতা রায়। বিজেপি প্রার্থীর বিরুদ্ধে এদিনের সভা থেকেই সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘রাজমাতা আবার কি! এখন আর কেউ রাজা নেই। আমরা এখন সবাই রাজা, আমাদের রাজার রাজত্বে। কেউ যদি রাজা হন, তিনি রাজপ্রাসাদে গিয়ে থাকুন।’ কৃষ্ণনগর রাজবাড়ির সঙ্গে ব্রিটিশদের সম্পর্কের কথাও উঠে আসে তাঁর বক্তব্যে।

    নিজের প্রতিপক্ষ নিয়ে এদিন মহুয়া বলেন, ‘কোনও রানিমা এসেছেন, কোন রাজাবাবু সেসব আমি কিছু জানি না। শুধু জানি আমরা সবাই মা-মাটি-মানুষের দল করি। আমরা মানুষের সঙ্গে থাকি।’ এবারেও এই কেন্দ্র থেকে তিনি জয়ের আশাবাদী বলে জানান মহুয়া। কৃষ্ণনগর এই জনসভায় মানুষের সভায় লোক সমাগম দেখেও অনেকটা আত্মবিশ্বাসী তৃণমূল প্রার্থী। মহুয়া জানান, এর আগে এক ফুটবলার তাঁর বিরুদ্ধে প্রার্থী হয়েছিলেন, তিনিও হেরেছিলেন। এবারের প্রার্থী তাঁর বিরুদ্ধে হারবেন বলে জানান মহুয়া। প্রসঙ্গত, চোট পাওয়ার পর কৃষ্ণনগর থেকেই এদিনের নির্বাচনী প্রচার শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
  • Link to this news (এই সময়)