কম্বোডিয়ায় আটকে পড়া পাঁচ হাজার জনের মধ্যে থেকে ২৫০ জনকে ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে। শনিবার বিদেশ মন্ত্রক বলেছে সরকার কম্বোডিয়ার কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে যোগাযোগ রেখে চলেছে। প্রায় ২৫০ ভারতীয়কে উদ্ধার করা হয়েছে। যেখানে মাত্র তিন মাসের মধ্যে উদ্ধার করা হয়েছে ৭৫ জনকে। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ কম্বোডিয়ায় পাঁচ হাজারের বেশি ভারতীয় আটকে পড়ার খবর পাওয়া গিয়েছে। তাদের ইচ্ছার বিরুদ্ধে তাদের দিয়ে করানো হচ্ছে ভয়ঙ্কর সাইবার অপরাধ।