• ওয়াংখেড়েতে বাড়তি নিরাপত্তা দেওয়া হচ্ছে না হার্দিককে, জানাল এমসিএ...
    আজকাল | ০১ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম দুটো ম্যাচে সমর্থকদের ঘৃণার মুখে পড়তে হয়েছে হার্দিক পাণ্ডিয়াকে। রোহিতকে সরিয়ে তাঁকে অধিনায়ক করার পর থেকেই ক্ষেপে গিয়েছে ফ্যানরা। প্রথম দু"ম্যাচে মুম্বইয়ের হার তাতে ঘি ঢেলেছে। সোমবার ঘরের মাঠে প্রথম ম্যাচ পাঁচবারের চ্যাম্পিয়নদের। প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস। জানা গিয়েছে, নিরাপত্তা বাড়ানো হয়েছে ওয়াংখেড়ে স্টেডিয়ামের। হার্দিককে কোনও ফ্যান গালাগালি দিলেই, তাঁকে স্টেডিয়াম থেকে বের করে দেওয়া হবে। কিন্তু মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে, এইধরনের কোনও পদক্ষেপ নেওয়া হবে না। বিসিসিআইয়ের গাইডলাইন মেনেই চলবে তাঁরা। এমসিএর পক্ষ থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে, "একটা রটনা শোনা যাচ্ছে। এমসিএ নাকি রোহিত ভক্ত বা হার্দিক বিদ্বেষীর ওপর পদক্ষেপ নেবে। এটা একেবারেই সত্যি নয়। পুরোটাই ভিত্তিহীন। এইধরনের কোনও নির্দেশ দেওয়া হয়নি। আমরা বিসিসিআইয়ের গাইডলাইন মেনেই চলব।" হার্দিক পাণ্ডিয়ার বেশ কয়েকটা সিদ্ধান্ত সমালোচিত হয়েছে। তারমধ্যে যশপ্রীত বুমরাকে নতুন বল না দেওয়া অন্যতম। রাজস্থান ম্যাচের আগে এই বিষয়টি নিয়ে ভাবতে হবে মুম্বাইয়ের নতুন অধিনায়ককে। ব্যাটারদেরও আরও ধারাবাহিকতা দেখাতে হবে। সোমবার ওয়াংখেড়েতে রাজস্থানের মুখোমুখি হবে মুম্বই।  
  • Link to this news (আজকাল)