• দু'ম্যাচে ১০০, স্টার্ককে ছন্দে ফেরার পরামর্শ দিলেন বিশ্বকাপজয়ী সতীর্থ...
    আজকাল | ০১ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: জোড়া জয় দিয়ে আইপিএল শুরু করলেও মিচেল স্টার্কের পারফরম্যান্স চিন্তায় রাখবে গৌতম গম্ভীর এবং চন্দ্রকান্ত পণ্ডিতকে। দু"ম্যাচে শতরান পেরিয়ে গিয়েছেন অজি পেসার। এখনও পর্যন্ত ৮ ওভার বল করে ১০০ রান দিয়েছেন। কোনও উইকেট পাননি। এবার ২৪.৫ কোটি দিয়ে স্টার্ককে নিয়েছে কেকেআর। কিন্তু প্রথম দু"ম্যাচে ডাহা ব্যর্থ। এককালীন সতীর্থকে ছন্দে ফেরার পরামর্শ দিলেন স্টিভ স্মিথ। নিজের পুরোনো ছকে ফিরে যাওয়ার পরামর্শ দিলেন অজি তারকা। স্মিথ বলেন, "আমার মনে হয় ওর উচিত লাইন বরাবর বল সুইং করানো। ও একজন বাঁ হাতি বোলার যে ১৪৫ কিমি গতিতে প্রতি ঘন্টায় বল করতে পারে। ডান হাতি ব্যাটারের ক্ষেত্রে বল সুইং করাতে হবে। এই বল খেলা সহজ নয়। আমি সেটাই দেখতে চাইব। স্মিথের সঙ্গে একমত ইরফান পাঠানও। ক্রিজে ডান হাতি ব্যাটার থাকলে, বল সুইং করানোর পরামর্শ দেন তিনিও। ইরফান বলেন, "স্টার্কের ইনসুইঙ্গার সবচেয়ে ভয়ঙ্কর। প্রথম দুই ম্যাচে আমি সেটা দেখতে পাইনি। এখানকার পরিস্থিতিতেও ওর ইনসুইং করানোর ক্ষমতা আছে। সেটা করলে শুরুতে ব্যাটারদের খেলতে সমস্যা হবে।" ইরফান মনে করেন, ইনসুইং করা শুরু করলে আইপিএলে ব্যাটারদের সমস্যায় ফেলবেন স্টার্ক। বুধবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে পরের ম্যাচ কেকেআরের। জয়ের হ্যাটট্রিকের লক্ষ্যে নামবে নাইটরা।‌ 
  • Link to this news (আজকাল)