• আইপিএল থেকে ছিটকে গেলেন তারকা বোলার, ধাক্কা হায়দরাবাদের...
    আজকাল | ০১ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: আইপিএল থেকে ছিটকে গেলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। বড় ধাক্কা খেল সানরাইজার্স হায়দরাবাদ। অনেক দিন ধরেই গোড়ালির চোটে ভুগছিলেন। নতুন দলের সঙ্গে যোগ দিতেই পারেননি। প্রথমে জানা গিয়েছিল, আইপিএলের প্রথম পর্বে তাঁকে পাওয়া যাবে না। কিন্তু পুরো আইপিএল থেকেই নিজেকে সরিয়ে নিলেন শ্রীলঙ্কার স্পিনার। দু"মাস পরই টি-২০ বিশ্বকাপ। মূলত সেই কথা মাথায় রেখেই আইপিএলে না খেলার সিদ্ধান্ত নেন তিনি। শ্রীলঙ্কা ক্রিকেটের সিইও অ্যাশলে ডি"সিলভা বলেন, "হাসারাঙ্গাকে আরও রিহ্যাব করার পরামর্শ দেওয়া হয়েছে। তাই ও আইপিএলে খেলতে পারবে না। ওর গোড়ালি এখনও ফুলে আছে। সামনেই বিশ্বকাপ। তার আগেই সমস্যা মেটাতে চাইছে। এবারের আইপিএল না খেলার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে।" এতদিন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলতেন হাসারাঙ্গা। এই নিলামে ১.৫ কোটি দিয়ে শ্রীলঙ্কার স্পিনারকে কিনেছিল হায়দরাবাদ। তাঁকে না পাওয়া কামিন্সদের জন্য বড় ধাক্কা। প্রসঙ্গত, এর আগে বেশ কয়েকজন বিদেশি ক্রিকেটার আইপিএল থেকে নাম তুলে নিয়েছে। এই তালিকায় আছেন হ্যারি ব্রুক, জেসন রয়, গাস‌ অ্যাটকিনসন, মার্ক উড প্রমুখ। 
  • Link to this news (আজকাল)