• কালবৈশাখীর দাপট, ত্রিপুরায় মৃত ২
    আজকাল | ০১ এপ্রিল ২০২৪
  • সমীর ধর, আগরতলা: কালবৈশাখী আবারও আঘাত হানল ত্রিপুরায়। রবিবার সকালের দুরন্ত ঘূর্ণিঝড়ে এ পর্যন্ত মৃত ২, আহত একাধিক। কয়েক মিনিটের ঝড়ে সবচেয়ে ক্ষতি হয়েছে সিপাহিজলা জেলা, গোমতী, খোয়াই ও পশ্চিম ত্রিপুরা জেলায়। উদয়পুরের রাজনগর গ্রামের রাবার চাষি শ্যামল দেবনাথ(৪৮) রাবারের লেটেক্স সংগ্রহে গিয়ে ঝড়ের মধ্যেই বজ্রাঘাতে প্রাণ হারান। খোয়াই জেলার চাম্পাহাওরে একটি নির্মাণ কাজের দেওয়াল ধসে নিহত হন মিঠুন দেববর্মা (৩২) নামে একজন শ্রমিক। আরেক জন শ্রমিক সমীর দেববর্মা-কে গুরুতর আহত অবস্থায় আগরতলায় আনা হয়েছে। সিপাহিজলা জেলার বিশালগড় মহকুমার ধনছড়া, গকুলনগরসহ কিছু গ্রামে উড়িয়ে নিয়ে গেছে বহু ঘরবাড়ির ছাউনি। ধসে গেছে অনেক গরীব কৃষকের মাটির ঘর। গকুলনগর থেকে ত্রিপুরা স্টেট রাইফেলসের জওয়ানরা স্বতঃপ্রণোদিত হয়ে ঘর চাপা পড়া বহু মানুষকে উদ্বার করেছেন। ৭০টি পরিবার নিরাশ্রয় হয়ে স্থানীয় স্কুলবাড়িতে আশ্রয় নিয়েছেন। বিদ্যুত সরবরাহ ব্যবস্থা লন্ডভন্ড। অনেক বিদ্যুতের খুঁটি উপড়ে গেছে। ক্ষয়ক্ষতির হিসেব এখনও সামগ্রিক পাওয়া যায়নি। আগরতলায় মহারাজা বীরবিক্রম বিমানবন্দরের একটি অংশও রবিবার সকালের ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। আগরতলা সরকারি মেডিকেল কলেজ জিবি হাসপাতালের কিছে ৭০-৮০ বছর পুরোনো একটি গাছ উপড়ে রাস্তার ওপর পড়ায় বেশ কিছু সময় বন্ধ ছিল যান চলাচল। এক সপ্তাহের মধ্যে এটা ত্রিপুরায় কালবৈশাখীর দ্বিতীয় হানা।
  • Link to this news (আজকাল)